এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান। বিশ্বের রৈখিক বিবর্ধনের মান কত?
একটি যন্ত্র 200 কেজি ভরের বস্তুকে মাটি থেকে 50m উচ্চতায় 50 s সময়ে তুলতে পারে। যন্ত্রটির ক্ষমতা কত? [g=10ms-2]
সমান সমান মানের দুটি রোধ প্রথম শ্রেণিতে ও পরে সমান্তরালে যুক্ত করা হলো। উভয় ক্ষেত্রে তুল্যরোধের অনুপাত কত?
একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব থাকে তাকে কি বলে?
12at2 এর মাত্রা--
চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের?