সার্বিক সেট U এর উপসেট A, B এবং C হলে-
i. (A∪B)' = A'∩B'
ii. (A∩B)=A'∩B'
iii. AU(B∩C) = (AUB)∩(AUC)
নিচের কোনটি সঠিক?
যদি F(x) = px2 + qx+r এবং p+q+r=0 হয়, তবে F(x) এর একটি উৎপাদক কোনটি?
BC এর উপর AP ও AC এর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্যের সমষ্টি কত সে. মি?
AP + CM = কত সে. মি.?
যাদি x+5(x-1)(-3) = Px-1+Qx-3 হয়, তবে P ও Q এর মান যথাক্রমে নিচের কোনটি?
সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 5 সে. মি. হলে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
4x - 3y + 5 = 0 সরলরেখাটির ঢাল কত?
△ PQR এ PQ = 11 সে. মি., QR = 13 সে. মি. এবং PR = 16 সে. মি.। ত্রিভুজটির অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত?
32x+5= 3.52x+4 হলে, x =?
জাইফা 13 বছর বয়সে জে. এস. সি পরীক্ষা দিয়েছিল এবং 18 বছর বয়সে সে এইচ. এস. সি পরীক্ষা দিবে। তার বর্তমান বয়স অসমতায় প্রকাশ কর।
চিত্রে tanθ = 13 এবং বৃত্তের কেন্দ্র হলে-
i. বৃত্তের পরিধি 2 π
ii. বৃত্তের ক্ষেত্রফল π
iii. △ ABC এর তিনকোণের সমষ্টি π রেডিয়ান নিচের কোনটি সঠিক?
সকাল 11:25 টায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত ডিগ্রি?
β = 7π2
i. cosβ-π6=-12
ii. cosce β-π3=-2
iii. tan β-π4=-1
y=log5(x) এর বিপরীত ফাংশন কোনটি?
নিশ্চায়ক = 0 হলে, P এর মান কত?
P = 19 হলে, সমীকরণটির মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কীরূপ?
∆ABC এ BC=p, CA=q, AB = r এবং p2>q2+r2 হলে
∆ DEF এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
tan nπ2+θ=-13 এবং θ = π3 হলে, n এর মান কত?
(1-ax)6 এর বিস্তৃতিতে x3 এবং x4 এর সহগ পরস্পর সমান হলে, a এর মান কত?
যদি aa4a=a3aa হয়, তবে a এর মান কত?
∆AOB এর ক্ষেত্রফল কত বর্গ একক?
নিচের কোনটি AB রেখার সমীকরণ?
ক্যাপসুলের সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
ক্যাপসুলের আয়তন নির্ণয় কর।
ধারাটির n তম পদ কোনটি?
ধারাটির অসীমতক সমষ্টি কত?
-3380° কোণটির অবস্থান কোন চতুর্ভাগে?
HIGHER MATHEMATICS শব্দটির অক্ষরগুলো পৃথকভাবে একটি বাক্সে রাখা আছে। দৈবভাবে একটি বর্ণ তোলা হলো। বর্ণটি A অথবা H না হওয়ার সম্ভাবনা কত?
একটি অনুক্রমের n-তম পদ Un=1--1n2 অনুক্রমটির প্রথম 12 টি ও প্রথম 6 টি পদের সমষ্টির পার্থক্য কত?
∫x=5-x হলে-
i. ডোম ∫=-∞,∞
ii. ∫=0,∞
iii. ∫1x=-1.43 logx
যদি x>y>0 এবং z<0 হয়, তবে নিচের কোনটি সঠিক?
tanθ =512 এবং π<θ<3π2 হলে, cosθ এর মান কত?
∆ABC -এ sec A+B2=?
একটি ত্রিভুজ গঠন করা যায় যখন-
i. ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ এবং উচ্চতা দেওয়া থাকলে
ii. ভূমি, শিরঃকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে
iii. ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে
একই ভূমির উপর এবং একই উচ্চতাবিশিষ্ট একটি সমবৃত্তভূমিক কোণক ও একটি সিলিন্ডারের আয়তনের অনুপাত কোনটি?
কোনটির জন্য 2x – 3y < 6 সঠিক?
logx4 + logx16= 6 হলে, logx 8 এর মান কত?
3(1-2x) (3x+2) এর মুখ্য সহগ কত?
a>b এবং c <0 হলে, নিচের কোনটি সঠিক?
x-12x6 এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি?
1-13+19+127+. . . . . . .. . . . . হলে, ধারাটির-
i• 11 তম পদ = 1310
ii. প্রথম ৪টি পদের সমষ্টি। = 341-138
iii. অসীমতক সমষ্টি =34
x2-3x-2=0 সমীকরণের একটি মূল কোনটি?
A(- 1, 2) B(1, - 2) হলে, AB রেখার সমীকরণ কোনটি?
△ABC এর ক্ষেত্রে কোনটি সঠিক?
একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত?
কোনো ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:5:11 হলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত?
1.25 কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
4x+7 = 2x+2 হলে, x এর মান কত?
P(x,y)=7x5+5x4y4+y6 বহুপদীর মাত্রা কত?