প্রোটিন শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
৭০ বছরের একজন ব্যক্তির জন্য কোন উপাদানটি তুলনামূলকভাবে কম প্রয়োজন?
নিচের কোন আচরণটি বহির্মুখী সমস্যাকে নির্দেশ করে?
খাদ্য সম্পূর্ণ পরিপাকের জন্য পরিপাকতন্ত্রের কোন অংশ সাহায্য করে?
কোন খাদ্য রক্তে গ্লুকোজ বাড়ায় না?
সোডার ক্ষারে কোন কাপড় নষ্ট হয়ে যায়?
সুতি
লিনেন
নাইলন
রেশমি
চর্বিতে দ্রবণীয় ভিটামিন কতটি?
বাড়ির ছাদে সবজি উৎপাদন সম্পদের কোন ধরনের পরিবর্তনশীলতা?
বাজেট কী?
কোন ধরনের পরিবারে খাদ্য খাতে আয়ের শতকরা ৮০ ভাগ খরচ হতে পারে?
১ গ্রাম স্নেহ থেকে কত কিলোক্যালরি ভাগ উৎপাদন হয়?
৪ কিলোক্যালরি
৬ কিলোক্যালরি
৮ কিলোক্যালরি
৯ কিলোক্যালরি
এসব খাবার থেকে রিফাত কোন খাদ্য উপাদানটি পাবে?
মা রিফাতকে উক্ত খাবারগুলো খেতে দেওয়ার কারণ
i. দেহের বৃদ্ধিসাধন করা
ii. দেহের ক্ষয় পূরণ করা
iii. কর্মশক্তি উৎপাদন করা
নিচের কোনটি সঠিক?
ফেলে দেওয়া জিনিস ব্যবহারের মাধ্যমে সোনিয়া বেগমের
i. ঘরের পুরনো ও নতুন জিনিসের সামঞ্জস্য হবে
ii. নতুন শিল্প সৃষ্টি করার সুযোগ হবে
iii. সৃজনশীলতার বিকাশ ঘটবে
কোন সময়কে শিশুর প্রারম্ভিক শৈশব বলা হয়?
প্রথম শ্রেণির প্রোটিন কোনটি?
রান্নায় নতুনত্ব আনা যায় কিসের মাধ্যমে?
নিকেল ও ডরসী লক্ষ্যকে কয় ভাগে ভাগ করেছেন?
শামীমা রহমানের প্রথম সন্তান প্রতিবন্ধী হওয়ার জন্য বয়স দায়ী। এক্ষেত্রে তার বয়স কত বছর হওয়ার কারণে শিশুটি প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয় ।
জাতিসংঘের সাধারণ পরিষদে কত সালে সিডও সনদ গৃহীত হয়?
জাতিসংঘ কর্তৃক সিডও সনদ প্রণয়নের উদ্দেশ্য হলো-
i. সামাজিক ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা
ii. অর্থনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা
iii. রাজনৈতিক ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা
কোনটি উদ্ভিজ প্রোটিন?
পরিপাকতন্ত্রের যে অঙ্গগুলো পরিপাক কাজের সঙ্গে জড়িত-
i. পাকস্থলী
ii. ক্ষুদ্রাস্ত্র
iii. বৃহদন্ত্র
কোন রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়?
বুফে খাবার পরিবেশন করা হয় কখন ?
i. অতিথির সংখ্যা বেশি হলে
ii. জায়গা কম থাকলে
iii.প্রধান অতিথি না থাকলে
কণা ডাক্তারের নিকট গেলে ডাক্তার তাকে ক্যালরি ও প্রোটিন জাতীয় খাদ্য খেতে বললেন। কণার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
i. গর্ভবতী
ii. প্রসূতি
iii. মানসিক পরিশ্রম বেশি করে
তন্তুর রাজা কোনটি?
অতিরিক্ত তাপে সাদা রেশমের কী ধরনের পরিবর্তন হয়?
পোশাক নির্বাচনের ক্ষেত্রে রং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই একজন ব্যক্তি পোশাকের রং নির্বাচন করবেন-
i. বয়স অনুসারে
ii. ব্যক্তিত্ব অনুসারে
iii. উপলক্ষ অনুসারে
আলেয়ার উচ্চতা তুলনামূলকভাবে কম। তাকে আপাত দৃষ্টিতে লম্বা দেখাবে তার—
i. পোশাকে লম্বালম্বি রেখা থাকলে
ii. পোশাকে কোনাকুনি রেখা থাকলে
iii. পোশাকে আড়াআড়ি রেখা থাকলে
বস্ত্রকে আকর্ষণীয় করে তোলার অন্যতম পন্থা হচ্ছে--
ঘরের ও বাইরের পোশাক হিসেবে ফতুয়া কোন ঋতুতে আরামদায়ক?
বেশি ময়লা ও তৈলাক্ত কাপড় কোনটির সাহায্যে পরিষ্কার করা হয়?
গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন কে?
রিঠা কোন ধরনের পোশাক পরিষ্কার করতে ব্যবহৃত হয়?
কোন বয়সীদের প্রোটিন ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজন বেশি?
কোন ভারসাম্যের ক্ষেত্রে অধিক দক্ষতা ও চিন্তার প্রয়োজন?
পৌষ্টিক গ্রন্থি কোনটি?
গৃহব্যবস্থাপকের কোন গুণটি অন্য সদস্যদের মধ্যে সঞ্চারিত হয়?
শিশুর বিকাশ কোন ধরনের প্রক্রিয়া?
প্রোটিন ও ক্যালরির মিলিত অভাবে কোন রোগ হয়?
কীভাবে শায়লার কাজ শেষ করা সম্ভব?
মালার কাজের ফলে-
i. শক্তির অপচয় হয়
ii. সময়ের অপব্যবহার হয়
iii. কাজের দক্ষতা তৈরি হয়
শিশুর ফতুয়া তৈরির ক্ষেত্রে গলার চওড়া নির্ধারণ করতে হয় কীভাবে?
কোনটি মধ্যবর্তীকালীন লক্ষ্য?
কোনটি বিশুদ্ধ রং?
গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় কোনটি?
পোশাক পরিধানে কোন তন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
কত বছর বয়সের পর কোনো মহিলার প্রথম সন্তান জন্ম নিলে শিশু প্রতিবন্ধী হওয়ার আশংকা থাকে?
মায়ের গর্ভধারণকালে কোন রোগটি শিশুকে ক্ষতিগ্রস্ত করে?