উদ্দীপকের শফিক ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মধ্যে প্রকাশ পেয়েছে--
i. দেশাত্মবোধii. সাহসিকতাiii. প্রতিশোধস্পৃহা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের রাকিবের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্র “কোনটি?
উল্লিখিত চরিত্রে খুঁজে পাওয়া যায়—i. মানবিকতাii. দেশাত্মবোধiii. অসীম সাহস
আহাদ কমান্ডারের ঘরে আগুন লাগায় কে?
'কাকতাড়ুয়া' উপন্যাসের মূল বক্তব্য কী?
বুধাকে কার কাছে মুরব্বি মনে হয়?
বুধাকে মাইনটি কে দিয়েছিল?
বুধাকে আহাদ মুন্সি দেখে কী করে?
'ইস, শখ কত। বানরের আবার চাঁদে যাওয়ার সাধ।' উক্তিটি কে করেছিল?
'পেট ভরলে আজলাভরা নদীর পানিতে তিয়াস মেটায়।' নিম্নরেখ অংশটি দ্বারা কী বোঝানো হয়েছে?
বুধা চাচির বাড়িতে গেলে কার চোখ ছলছল করত?
বাঙ্কার তৈরির কাজে কে তদারকি করছিল?
বোঁ করে একটা শব্দের তরঙ্গ উঠে মুহূর্তে মিলিয়ে যায় বাতাসে'— এখানে কিসের শব্দের কথা বলা হয়েছে?
বুধা চলে গেলে কে চিৎকার করে কাঁদে?
মাটি কাটার দলে বুধাকে কে নিয়েছিল?
চোখ লাল হলে বুধার ভেতরে কী জাগে?
লিশ কাকে ধরে নিয়ে গিয়েছিল?
‘কাকতাড়ুয়া' উপন্যাসে বাজার থেকে ফেরার পথে হাশেম মিয়া বুধাকে কি নামে ডাকে?
বুধার ছিটানো ভাতগুলো কারা খায়?
সমীর কাকার গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া মোটেই পছন্দ করল না মতি। তার কথা হচ্ছে- প্রাণ থাকতে নিজের অধিকার - ছেড়ে দেব না।' — উক্তিটিতে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি প্রতিফরিত হয়েছে।
বুধা লম্বা হয়ে শুয়ে থাকে -
চাচা-চাচির কবরের ধারে কুস্তি কোন ফুলের গাছ লাগিয়েছে?
কোন শব্দটি শুনে বুধা হোঁচট খায়?
বুধা বড় মশালটা কোথায় ছুড়ে মারল?
কাকতাড়ুয়া' উপন্যাসটি কিসের পটভূমিতে রচিত?
বুধার চাচা কাজ খুঁজতে কোথায় গিয়েছিল?
সবার ওপর বুধার ঘৃণা বাড়ে কেন ?
'কাকতাড়ুয়া' উপন্যাসে কাদের পুরো পরিবার চলে যাচ্ছে?
সৈনিকগুলোর চোখ বুধার কাছে কেমন মনে হয়?
বুধার চোখের ভাষায় কী ছিল?
'আখ্যানভাগ' অর্থ কী?
'কাকতাড়ুয়া' উপন্যাসের লেখক কে?
বুধাকে কে মুড়ি ভেজে দেয়?
কমান্ডারের বাড়ির কাজের মেয়ের নাম কী?
'কাকতাড়ুয়া' উপন্যাসে 'হাবু' চরিত্রটি পেশায় কী ছিল?
হঠাৎ বুধা ডুকরে কেঁদে ওঠে কেন?
বুধাকে তার চাচি বাড়ি থেকে বের করে দিতে চাইল কেন?
পাঠকের কাছে উপন্যাস জনপ্রিয়তার শীর্ষে কেন?
'ওর শরীর কাঁপে থরথর করে'- কার ?
বাংলা আধুনিক উপন্যাসকে জনপ্রিয় করেন কে?
বুধা হরিকাকুর বোঝা এগিয়ে দিল কেন?
সেলিনা হোসেনের মোট উপন্যাসের সংখ্যা কতটি?
বুধা ফুলকলিকে কী নামে ডাকবে?
জোছনা খেলে তোর মন ভরে'। উক্তিটি কার?
কুদ্দুসকে নদীর তলে খুঁজে দেখতে বলে কাকে?
বুধা কাকে বলেছিল এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি?
মুক্তিযুদ্ধে অংশ নেবার যাঁর আহ্বান বুধাকে উদ্দীপ্ত করে -
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় নয়ন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আন্দোলনের প্রাকালে তিনি সরাসরি অংশগ্রহণ করেন এবং অন্যদের অংশ নিতে উদ্দীপনা জাগান। উদ্দীপকের নয়ন 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে?
বাঙ্কার তৈরির কাজে অগ্রগতি দেখে কে প্রশংসা করে?
গাঁয়ের মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে দেখে বুধা প্রথমে কার কাছে ছুটে যায়?