x-1x=3 হলে, x2+1x2 এর মান নির্ণয় করুন।
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে ?
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১ এবং ১৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ : ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
সরল করুন: [৩৬÷{২+২৮÷(৪+১২+৪)}]÷৬ = কত?
৫০০ মি.লি. হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল ও পানির অনুপাত ৩ : ২। উক্ত স্যানিটাইজারে কত মি.মি. পানি মিশালে অ্যালকোহল ও পানির অনুপাত ২ : ৩ হবে?
সরকার ২০% টাকা ভর্তুকি দেয়ার পর একটি পণ্যের মূল্য দাঁড়ালো ২৪ টাকা। সরকার পণ্য প্রতি কত টাকা ভর্তুকি দিল?
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে.মি ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২ সে.মি. বড়। অতিভূজের দৈর্ঘ্য কত?
উৎপাদক নির্ণয় করুন : 2x2 - 3x - 20
কতগুলো ঘণ্টা এক সাথে বাজার পর ১০, ১৫ ও ২০ সেকেন্ড পর পর বাজতে থাকলো। এগুলো আবার কত?
কোন একটি জিনিসের প্রকৃত মূল্য ৪৫০ টাকা। উক্ত জিনিসের উপর ৭% ভ্যাট আরোপ করলে জিনিসটি কত হবে?
একটি ঘড়ি ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটি ৬৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উৎপাদকে বিশ্লেষণ: x2++ y2 -2xy - 1
১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও বাদের অনুপাত ৩ : ১ হলে, ঐ গহনায় সোনা ও খানের পরিমাণ নির্ণয় কর।
বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল ১ হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করুন।
ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60° । ঐ স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তন্থটির উন্নতি কোণ 30° হয়। স্তঙ্কটির উচ্চতা নির্ণয় কর।
উৎপাদকে বিশ্লেষণ করুন
a-1 x2+a2xy+a+1y2
সরল করুনঃ ১৩৪-৩৪ এর ১৩÷৫৮-৩ ১২+২১৪
একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রি করেন। এতে তাঁর শতকরা লাভ বা ক্ষতি কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন x2 + 14x+40