ক, খ ও গ এর মধ্যে ১১০০ টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন খ ও গ একত্রে যত টাকা পেল ক একা উক্ত টাকার ৩/৭ অংশ পেল ; আবার ক ও গ একত্রে যত টাকা পেল খ একা উক্ত টাকার ২/৯ অংশ পেল। কে কত টাকা পেল?
প্রতি হেক্টর জমির বাৎসরিক খাজনা ২৪৬ টাকা হলে ১২ হেক্টর ৩৫ এয়র জমির সাড়ে তিন বৎসর খাজনা ( কোন সুদ ধরা না হলে) কত হবে?
পেট্রোলের দাম ৪০% কমে যাওয়ায় বর্তমানে ১০০ টাকায় পূর্বাপেক্ষা ৫ লিটার পেট্রোল বেশি পাওয়া যায় । প্রতি লিটার পেট্রোলের বর্তমান মূল্য ও পূর্ব মূল্য কত?
এক ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি বেগে হেঁটে গুলিস্তান হতে শুলশান গেল। কিছুক্ষণ পর সেখান হতে ঘণ্টায় ৫ কি.মি বেগে হেঁটে গুলিস্তাননে ফিরে আসল। ফেরার পথে তার অর্ধঘন্টা সময় কম লাগল। শুলিস্থান হতে গুলশানের দূরত্ব কত?
ত্রিভুজাকৃতির একটি পার্কের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৮, ২৪, ৩০ মিটার। প্রতি বর্গমিটারে ১২.৫০ টাকা হিসাবে ঐ পার্কের ঘাস ছাটতে কত খরচ পড়বে?
রিমঝিম ব্রান্ডের টু-ইন ওয়ান নির্মাতা , পাইকারি ডিলার ও খুচরা বিক্রেতা প্রত্যেক ২০% লাভ করে। এর একটি খুচরা বিক্রয়মূল্য ২১৬০ টাকা হলে, নির্মাণ ব্যয় কত?
ক একটি কাজ ২০ দিনে, খ ৩০ দিনে এবং গ ৬০ দিনে করতে পারে। ক একা কাজটি শুরু করল এবং প্রতি তৃতীয় দিনে খ ও প্রতি চতুর্থ দিনে গ তাকে সাহায্য করতে লাগল। কত সময়ে কাজ সম্পন্ন হবে?
x4+2x3+3x2+4x+5 কে x+3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
x - এর কোন কোন মানের জন্য x2-7x+12>0 হবে?
সমাধান করুন: 102x-5+1x+5=183x-5
সরল করুন: a2+b2-a2-b-2a2b2-a2b-2+(a-a-1)(b-b-1)ab+a-1b-1
সমাধান করুন: xa+xy=2; ax+by=a2+b2
প্রদত্ত তথ্য হইতে পঞ্চভুজ ক্ষেত্র ABCDE - এর ক্ষেত্রফল নির্ণয় করুন; AB=12 মিটার, BC=13.9 মিটার , CD=7 মিটার, DE=12 মিটার, AE=18.8 মিটার, ∠EAB=∠ABC=∠CDE=90°
একটি দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী , পাইকারী বিক্রেতা ও খুচরা প্রত্যেকে ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ২১.৬০ টাকা হয় তবে তার উৎপাদন খরচ কত?
শতকরা ৬% মুনাফায় ৯৫০ টাকা ৮ বছরে যত মুনাফা হয় বার্ষিক ৭.৫০% হারে মুনাফা কত টাকায় ১৯ বছরে তত মুনাফা হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: x4 y2−z2+y4z2−x2+z4x2−y2
৪০ কেজি ভরের একটি বাক এভং ৬০ কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে এক সাথে দৌড়ে এক িসময়ে ছাদ্রের একই জায়গায় পৌঁছাল। দৌঁড়ের সময় উভয়ের বেগ ছিল ৩০ মিটার/ মিনিট। যুবকদের গতিশক্তি নির্নয করুন।
if m= 73 then value of m+1m
A finance company declares that, at a certain compound inter rate, a sum of money deposited by anyone will become 8 times in 3 years. If the same amount is deposited at the same compound rate of interest, then in how many years will it become 16 times?
In a cricket match, Team A scored 232 runs without losing a wicket. The score consisted of byes, wides and runs scored by two opening batsmen: Rick and Stew. The runs scored by the two batsmen are 26 times wides. There are 8 more byes than wides. If the ratio of the runs scored by Rick and Stew is 6:7, what were the runs scored by Rick?