কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগফল ৩৫ হবে?
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭। মাথাপিছু কেবিনের ভাড়া মাথাপিছু ডেকের ভাড়ার দ্বিগুন। মাথাপিছু ডেকের ভাড়া ৩০ টাকা। মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত?
চাকুরির সাক্ষাৎকার এর জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ে কাওরান বাজারে উপস্থিত হতে হবে। সে গুলিস্তান হতে ঘণ্টায় ১০ কিমি বেগে সাইকেল চালিয়ে ২০ মিনিট দেরিতে পৌঁছাল। সে যদি ১৫ কিমি বেগে যেত তবে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই পৌঁছাত। গুলিস্তান হতে কাওরান বাজারের দূরত্ব কত?
২০০ টাকা ৩ জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দাও, যেন ১ম বালক ২য় বালকের চেয়ে ৬০ টাকা বেশি এবং ৩য় ০বালক ১ম ও ২য় বালকের চেয়ে ৪০ টাকা কম পায়। কে কত টাকা পাবে?
একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেলো এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?