a- {a - (a+1)} = ?
৭, ১০, ১৬, ২৮, ৫২...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৫০ ডিগ্রী কোণের পূরক কোণ কত ডিগ্রী?
x-1/x = 4 হলে, x4 + 1/ x4 এর মান কত?
১ মিটার সমান কত ইঞ্চি?
২০ এর কত শতাংশ ১ এর ২০ শতাংশের সমান হবে?
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩১৪ বর্গ সে.মি. হলে উহার ব্যাস কত?
তিনটি সংখ্যার গড় ৫৬। যদি ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
বৃত্তস্থ সামন্তরিক একটি-
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
একটি বৃত্তের ব্যাস r হলে ক্ষেত্রফল কত হবে?
πr2
πr2/2
4πr2
কোনটিই নয়
একটি ত্রিভুজের ৩টি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি?
xএর মান কত হলে a(x-a)= b(x - b) হবে?
জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩০০০ টাকা জমা রাখেন। এক বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ ও ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
টাকায় ১০টি করে কমলা কিনে টাকায় ৮টি করে কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
১ হতে ৫০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
রহিমের বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ১১০৫০ টাকা হয়েছে। পূর্বে তার বেতন কত টাকা ছিল?
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ২১ কি.মি. ও ৭ কি.মি। তাহরে নদীপথে ৮৪ কি.মি. পথ যেতে ও ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?