কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকবে?
০২টি সংখ্যার গুণফল ৬০০। এদের গ.সা.গু ১৫ হলে ল.সা.গু কত?
এই ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে: ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫, .......?
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?
৫টি গরুর মূল্য ১৫টি ছাগলের মূল্যের সমান। ১টি গরুর মূল্য ৬০০০ টাকা হলে ১টি ছাগলের মূল্য কত টাকা হবে?
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৪০ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
১ মিটার সমান কত ইঞ্চি?
১ সরলকোণ সমান কত ডিগ্রি?
ভাজক = ৫, ভাগফল ৪ এবং ভাগশেষ ১ হলে, ভাজ্য কত হবে?
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
a + b = 7 এবং a2 + b2 = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?
বার্ষিক ৫% হার মুনাফায় ৪০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত সে. মি.?
১ থেকে ৩১ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি?
একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ঐ সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয়, তবে ভাগশেষ কত হবে?
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড় তিনগুণ বেশী।
দুটি সংখ্যার গুণফল ২২৫০ এবং ভাগফল ৯/১০ সংখ্যা দুটির অন্তর কত?
মৌলিক সংখ্যার গুননীয়ক কয়টি?
রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুলে ৬০০ টাকা বিনিয়োগ করলো। এক বছর পর তিনি কত টাকা পাবেন?
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৩ : ১ এবং ১৫ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ : ১। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর?