১৫ টাকার শতকরা ৭ শতাংশ কত হয়?
৩% করসহ একটি পণ্যের মূল্য ৮২.৪০ টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য কত টাকা?
৫ ডজন ও ২ হালি ডিমের দাম ৬৭২ ও ১ টি ডিমের দাম ৯ টাকা হলে, এক হালি কলার দাম কত টাকা?
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে আসলে ৫৫৮ টাকা হবে?
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত মিটার?
একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি?
10
১২
6
8
২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?
প্রতি ডজন কলা ৪৮ টাকায় কিনে ৫০ টাকায় কয়টি কলা বিক্রি করলে ২৫% লাভ হয়?
পরপর পাঁচটি সংখ্যার যোগফল ৫৫৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?
একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী পড়ে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২০ পয়সা বেশি চাঁদা দেওয়ায় মোট ৩০ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
একটি সংখ্যার বর্গমূলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি হয় 9। সংখ্যাটি কত?
জামাল সাহেব একটি ব্যাংকে চক্রবৃদ্ধি মুনাফার বিনিময়ে কিছু টাকা বিনিয়োগ করেন। তিনি মুনাফা হিসাব করবেন নীচের কোন সূত্র দিয়ে?
বার্ষিক ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত?
f (x) = log (x2 - 49) ফাংশনটির ডোমেন কত?
২টা ১৫ মিনিটের সময়ের ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হয়-
একটি সমবাহু ত্রিভূজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 33 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
যদি করিম ১০ কি.মি/ঘণ্টা বেগের পরিবর্তে ১৪ কি.মি/ ঘণ্টা বেগে হাঁটত, তাহলে সে আরও ১০ কি.মি বেশি হাঁটতে পারত। করিম প্রকৃতপক্ষে কত কি.মি পথ অতিক্রম করলো?
একজন দোকানদার ৭.৫% ক্ষতিতে একটি শার্ট বিক্রয় করল। যদি শার্টটি'র ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো, তাহলে তার ২০% লাভ হতো। শার্টটি'র ক্রয়মূল্য কত?
2cos20 + 3sin 0 – 3 = 0 হলে ও এর মান কত? উল্লেখ্য - যে, ও এখানে একটি সূক্ষ্মকোণ।