তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
কোন সম্পত্তির ০.৮৭৫ অংশের মূল ৯২১২ টাকা হলে, ০.৭৫ অংশের মূল্য কত?
১৪৪ কোন সংখ্যার ৪০% ?
রহিমের আয় করিমের আয় অপেক্ষা ২৫% বেশি । করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
বার্ষিক সুদের হার ৫% খেকে হ্রাস পেয়ে ৪১২% হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত?
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৫০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ৬৬৫৫ টাকা হবে ?
৪ জন পুরুষ ৬ জন বালকের সমান কাজ করতে পারে । কতজন পুরুষ ২৪ জন বালকের সমান কাজ করতে পারবে?
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে ?
x2+7x+a রাশিটি x-5 দ্বারা বিভাজ্য হলে a এর মান কত?
(i) দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা (ii) o একটি অমূদ সংখ্যা (iii) যে সকল পূর্ণসংখ্যা পূর্ণবর্গসংখ্যা নয়, সেগুলোর বর্গমূল অমূলদ উপরের তথ্যের ভিত্তিতে কোনটি সঠিক?
0.1×0.01×0.0010.2×0.02×0.002
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে, ল.সা.গু কত?
ক : খ = ৪ : ৫ ; খ : গ =২ : ৩ । ক এর নিকট ৮০০ টাকা থাকলে, গ এর টাকার পরিমাণ কত?
56 এর 67÷137 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে?
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?
৩,৯,২৭ ....... ধারার পরের সংখ্যাটি কত?
কতজন ছাত্রকে ১২৫ টি আম ও ১৪৫ টি লিচু সমান ভাগে ভাগ করে দেয়া যাবে?
কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
৩ টি সংখ্যার গুণফল ২১৬ । দুইটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?