নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় ১৮ কিলোমিটার ও ৬ কিলোমিটার । নদী পথে ১৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৪ হলে সংখ্যা দুইটি কত?
নিচের কে পরিশ্রমী এবং সৎ কোনোটিই নয়, কিন্তু উচ্চভিলাসী?
২ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের ভিতরে সম্পূর্ণরূপে অন্তর্লিখিত আছে। বৃত্তের ক্ষেত্রফল কত মিটার?
১০টাকায় ১১টি জিনিস কিনে ১১ টাকায় ১০টি জিনিস বিক্রি করলে শতকরা লাভ এর পরিমান কত?
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
১৬জন লোক একটি কাজ ২৭দিনে করতে পারে। ৪জন লোক চলে গেলে ঐ কাজটি শেষ করতে শতকরা কতদিন বেশি লাগবে?
ঢাকা ও খুলনা রেলস্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি ট্রেন এক স্টেশন থেকে অপর স্টেশন অভিমুখে যাত্রা করে।সবগুলো ট্রেন সমান গতিতে চলে ও গন্তব্যস্থল পৌছাতে প্রত্যেক ট্রেন ৬ ঘন্টা সময় নেয়। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌছানো পর্যন্ত একটি ট্রেন কয়টি ট্রেনের দেখা পাবে?
তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুন অপেক্ষা ৪০ কম হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১, ২ ও ৩ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
একজন ফ্রিজ বিক্রেতা মূল্য তালিকায় প্রত্যেক ফ্রিজের মূল্য ৩০% বেশি লিখে পরবর্তী লিখিত মূল্য থেকে ১০% ছাড়ে ফ্রিজ বিক্রি করেন। এতে তার শতকরা কত লাভ হয়?
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পিছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
তিনটি প্যাকেজিং মেশিনের এক ব্যাচ ট্যাবলেট প্যাকেজ করতে যথাক্রমে ৪, ৫ ও ৬ ঘন্টা সময় লাগে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় সর্বোচ্চ কতটুকু কাজ করতে পারে?
তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কত্রয়ের সমষ্টি ১২। প্রতিটি অঙ্ক শুধু মাত্র একবার ব্যবহার করে উক্ত তিন অঙ্কবিশিষ্ট বৃহত্তম সংখ্যা কোনটি?
১:২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে। ১.২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত দেওয়া আছে?
কালামের মাসিক আয় সালামের মাসিক আয় থেকে ৫০% বেশি এবং মাসিক আয়ের ৫/৬ অংশ। সাজেমের মাসিক আয় ২০০০ টাকা হলে তাদের তিনজনের মোট মাসিক আয় কত?
একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পন্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ২টাকা এবং ১০ কেজির উপরে কেজিতে ১টাকা ফি নেয়। ১৭.৫ কেজি পন্য পরিবহনের ফি কত হবে?
একটি নৌকার তলদেশ ছিদ্র হওয়ায় তা ৬ ঘন্টায় ডুবে যেতে পারে। কিন্তু পাম্পের সাহায্যে ৮ ঘন্টায় নৌকাটি জলশূন্য করা যায়। যদি নৌকাটি তীর হতে ১৬৮ কি.মি. দূরে থাকে, তাহলে কত বেগে চললে নৌকাটি তীরে পৌছানোর সাথে সাথে ডুব যাবে?
একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট হার সরল সুদে ৪ বছরে প্রথমিক মূল্ধনের ৭/৫ অংশ হয়। বার্ষিক সরল সুদের হার কত?
কোন বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের জ্যা- এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যে জ্যা- এর অর্ধেক হতে ২সেন্টিমিটার কম। বৃত্তের ব্যাসার্ধ ১০সেন্টিমিটার হলে জ্যা - এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার ?