3x3 + 2x2 -21x - 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে?
১২ + ২২ + ৩২ + --- --- + ৫০ = কত?
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারবে-
48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটির কত উচুতে ভেঙ্গেছিল।
x + y = 7 এবং xy = 10 হলে (x - y)2 এর মান কত?
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
বার্ষিক ৪ ১/২ % সরল সুদে কত টাকা বিনিয়ােগ করলে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে?
১.১, .০১ ও .০০১১ এর সমষ্টি কত?
x2 - 8x - ৪y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।
একটি চৌবাচ্চার দুটি নল আছে। একটি নল চৌবাচ্চাটিকে ৪০ মিনিটে ভর্তি করতে পারে এবং অপরটি এক ঘন্টায় খালি করতে পারে। উভয় নল এক ষাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে?
একটি ট্রেনের গতি ঘন্টায় ৭৫ কি.মি। ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মি. হলে, ৩২০ মি. দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
একটি বাঁশের এক-পঞ্চমাংশ সাদা, এক-তৃতীয়াংশ কালো, এক-দশমাংশ লাল ও বাকি অংশ সবুজ। সবচেয়ে বেশি কোন অংশ?
৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করায় ৭% লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হবে?
a-[a-{a-(a-1)}] = কত?
x2+y2 =xy হলে, (x+y)4 এর মান কত?
কোন সংখ্যার এক চতুর্থাংশের সহিত ২০ যোগ করলে, যোগফল ১০০ হয়?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার হলে, উহার পরিসীমা কত?
Who informed the police .... the matter.
১৫ থেকে ৬৫ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?