The geographic location of Bangladesh is strategically highly rewarding.
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত ফলপ্রসূ।
Widespread corruption has an adverse effect on the economy of the country.
দেশের অর্থনীতিতে ব্যাপক দুর্নীতির একটি বিরূপ প্রভাব রয়েছে।
He has been frequently admonished for his failure to act promptly.
ত্বরিত গতিতে কাজ করতে ব্যর্থ কারণে তাকে বারবার তিরস্কার করা হচ্ছে।
A burnt child dreads the fire.
ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়/ ন্যাড়া একবারই বেলতলায় যায়।
It is now fifteen minutes past two.
এখন দুইটা বেজে পনের মিনিট।
কৃষি নির্ভর অর্থনীতি বনাম শিল্প ও সেবা খাত নির্ভর অর্থনীতি । প্রেক্ষাপট বাংলাদেশ কৃষিনির্ভর অর্থনীতি বনাম শিল্প ও সেবা খাত নির্ভর অর্থনীতিঃ বাংলাদেশ একটি মিশ্র অর্থনীতির দেশ। আজ পর্যন্ত যে সমস্ত খাতগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছে কৃষি, শিল্প ও সেবা অন্যতম। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ডে এই তিনটি খাতকেই অাধিকার দেয়া হয়। এই তিনটি খাতের ১৫টি উপখাত রয়েছে। এদের যাতভিত্তিক অবদানেই অর্থনীতিতে জিডিপি বা মোট দেশজ উৎপাদন একটি কা করে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কিংবা উন্নয়নের ক্ষেত্রে পশ্চাৎপদতার কারণ হিসেবে এই তিন উল্লেখযোগ্য।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুসারে বাংলাদেশের কৃষি খাতে এখনো ৪৫.১% লোক জড়িত। অর্থাৎ বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই কৃষি পেশায় নিয়োজিত। অথচ এই বিপুল জনগোষ্ঠী আমাদের জিডিপির ১৫%- ১৬% অবদান রাখে। অন্তত বিগত ৩ বছরের অর্থনৈতিক সমীক্ষা বিবেচনা করলে আমাদের কাছে এটাই দৃষ্টিগোচর হয়। অর্থাৎ কৃষিখাত দিয়ে কৃষির বিপ্লব ঘটানো সম্ভব, কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব কিন্তু সামগ্রিকভাবে একটি চালচিত্র পরিবর্তন করা সম্ভব নয়। যেখানে দেশের অর্ধেক জনগোষ্ঠী মিলে মোট জিডিপি'তে মাত্র ১৫%-১৬% ভূমিকা রাখছে, সেখানে সেবা ও শিল্পখাত মিলে মোট জনগোষ্ঠীর ৫৪.৯% লোক মোট জিডিপি'র ৮৪%-৮৫% ভূমিকা রাখছে। জিডিপি'র আকারের ৩টি খাতের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে সেবা খাত। এই খাত ৫০% এরও বেশি ভূমিকা রাখে। আর শিল্প খাতের ভূমিকা প্রায় ৩০% এর মতো। স্বাধীনতা লাভের পর হতে আজ পর্যন্ত আমাদের দেশের মানুষের তা মাথাপিছু আয় বাড়ছে, এর পেছনে কৃষিখাত অপেক্ষা সেবা ও শিল্প খাতের ভূমিকাই মূখ্য। বাংলাদেশের অর্থনৈতিক সম ২০১৭ অনুযায়ী বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার। এভাবে শিল্প ও সেবা খাতের অগ্রণী ভূমিকায় দেখ সামষ্টিক অর্থনীতির সূচকগুলো ঊর্ধ্বমূখী হচ্ছে।
কৃষি এদেশের প্রাণ । কাজেই উন্নয়নের জন্য এই তিনটি খাতের কোনোটিকেই আমরা বাদ দিতে পারি না। কৃষিখাতকে আরো অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র নতুন জাতের ফসলের উদ্ভাবনী দ্বারা উন্নত করতে হবে। এ খাতকে আরো অত্যাধুনিক ক্করতে পারলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। তাই আলোচনার শেষে আমরা বলব কৃষিকে আলাদা করে শুধু সেবা ও শিল্প খাতের কথা চিন্তা না করে বরং সব খাতের সম্মিলিত অবদানেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব।
We can provide arguments for and against Brexit in terms of economic sense. Brexit may shrink the macroeconomic size annually by 6 percent for the first two years which expanded by 1.8 percent last year. On the other hand. Brexit may evaluate pound which will make British goods cheaper on abroad and exporters will be aided making much more foreign currency.
Since the Brexit referendum, the British pound has depreciated by 17 percent of its value against dollar. It means, British pound will be weaker in comparison with dollar and any other currency in the world which will make exporters happy and importers unhappy.
Trade deals of Britain's with the rest of the world may be affected by the rupture of England.
International trade deals which were maintained abiding all rules and regulations of WTO by Britain will also be hampered due to Brexit, Different foreign Brands will change their business strategies and products due to the rapid change of EU.
The British Treasury predicted that a vote to exit European Union could shrink Britain's GDP by as much 6 percent annually for the first two years which was expanded by 1.8 percent last year.
Repeat: Modhumati Bank Ltd. (PO) 2017
বাংলাদেশের অর্থনীতির সূচকসমূহ ক্রমশঃ ঊর্ধ্বমূখী হচ্ছে।
The indexes of Bangladeshi Economy is going up gradually.
রাজনীতি এখন অনেকের জন্য বিত্তবৈভব অর্জনের হাতিয়ার।
Politics is now a instrument of attaining property for many.
বিদেশে অর্থপাচারের ফলে দেশে বিনিয়োগ বাধাযস্ত হচ্ছে এবং দুর্নীতি উৎসাহিত হচ্ছে।
Investment is being hampered and corruption is being encouraged due to draining money abroad.
রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সঠিক পথে নেই।
The world is not on the right path in the Rohinga issue.
দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রয়োজন শিক্ষাসহায়ক নীতি।
Industry friendly policy is needed to raise the investment in the country.
To
Branch Manager
Dhaka Bank Ltd. Dhanmondi, Dhaka
Dear Sir.
I am holding a Savings Account in your bank for the past eight years. I wish to bring to your notice that an amount of 10,000 has been withdrawn from my account on 10.01.2018 which has not been executed by me.
The transaction to light accidentally when I took a printout of mini-statement of my account till date for my perusal. I did not receive any SMS or e-mail alert for the same,
My account details are:
Name: Md. Shafiqul Islam
Account No: D78900 00 1635
Type of Account:: Savings
I am enclosing a copy of the mini-statement which reflects the transaction number and other details of yesterday's fraudulent transaction.
I request you to take up this matter urgently to help me recover my money,
Yours Sincerely,
Md. Shafiqul Islam
01555555555
The required value, x= 3 & y = 4 .
Repeat: Southeast bank (PO) 2017
In which bank the disbursement of loans was more than 25 percent of all banks in 2015?
In which of the banks did disbursement of loan continuously increase over the year?
In which year the disbursement of loans was the least as compared to the average disbursement over the years?
What was the percentage increase of total disbursement of loans of all banks between 2013 and 2014?