Write a letter to the branch manager of your bank requesting him to enquirer the case of withdrawal money from your bank account without any authorization.
Write a formal letter to a bank manager asking for a loan for your small handicraft business.
অরিনের ঘুড়িটা আকাশজুড়ে উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন একটা পাখি নীল আকাশে উড়ছে। আজকে তার মনটা একটু বেশিই ভাল। গতকাল সে খুব বিস্ময়করভাবে দুটো টিয়েপাখি পেয়ে গেছে। ঘটনাটা অদ্ভুতই ছিল। পাখি দুটো পেয়ে সে ভীষণ খুশি। অরিন তাদের খাঁচায় রেখে দিয়েছে খুব যত্ন করে।
You have had a bank account for a few years. Recently you received a letter from the bank stating that your account does not have the required amount of money to keep that account active and that you will be charged Tk. 1000 to reactivate your account. Write a letter to the bank explaining what has happened and say what you would like them to do about it. You should write at least 150 words
করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। করোনার প্রথম ধাক্কা সামাল দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এসেছে আবার দ্বিতীয় ঢেউ। এতেও অর্থনীতি পুনরুদ্ধারের গতি বাধাগস্ত হচ্ছে। করোনার প্রভাব মোকাবিলা করে দেশের ব্যবসা-বাণিজ্যাকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো জাদুকরি ভূমিকা। পালন করেছে। এতে দেশের উৎপদান খাত ঘুরে দাঁড়িয়েছে। মাঠ পর্যায়ে টাকার প্রবাহ বেড়ে যাওয়ার কারণে মানুষের ক্রনা ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়েছে। এতে দেশের ভেতরে চাহিদা বজায় ধাকার কারণে অর্থনীতি দ্রুত দুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা রেখেছে।
You have been using a credit card for a few years. Your recent billing statement shows a purchase transaction of Tk. 20,000. You know that this information is incorrect. Write a letter to the card issuing bank. Explain what has happened and say what you would them to do about it. You should write at least 150 words.