Translate the following paragraph into English:

অরিনের ঘুড়িটা আকাশজুড়ে উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন একটা পাখি নীল আকাশে উড়ছে। আজকে তার মনটা একটু বেশিই ভাল। গতকাল সে খুব বিস্ময়করভাবে দুটো টিয়েপাখি পেয়ে গেছে। ঘটনাটা অদ্ভুতই ছিল। পাখি দুটো পেয়ে সে ভীষণ খুশি। অরিন তাদের খাঁচায় রেখে দিয়েছে খুব যত্ন করে।

Created: 8 months ago | Updated: 3 months ago

Related Questions

Translate the following paragraph into English:

করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। করোনার প্রথম ধাক্কা সামাল দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই এসেছে আবার দ্বিতীয় ঢেউ। এতেও অর্থনীতি পুনরুদ্ধারের গতি বাধাগস্ত হচ্ছে। করোনার প্রভাব মোকাবিলা করে দেশের ব্যবসা-বাণিজ্যাকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলো জাদুকরি ভূমিকা। পালন করেছে। এতে দেশের উৎপদান খাত ঘুরে দাঁড়িয়েছে। মাঠ পর্যায়ে টাকার প্রবাহ বেড়ে যাওয়ার কারণে মানুষের ক্রনা ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়েছে। এতে দেশের ভেতরে চাহিদা বজায় ধাকার কারণে অর্থনীতি দ্রুত দুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা রেখেছে।

Created: 8 months ago | Updated: 3 months ago

Translate the following paragraph into English: