Dhaka Bank Ltd. || Management Trainee Officer (2019) || 2019

All

সকল বিষয়

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি দৌড় প্রতিযোগিতায় 36টি টিম রয়েছে। দুপুরের মধ্যে মোট টিমের  49 অংশ প্রতিযোগিতা সম্পন্ন করলো এবং অবশিষ্ট টিমের 70% টিম দুপুর 1 টার মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করলো। দুপুর 1 টার মধ্যে কতগুলো টিম প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেনি?

Given that 36 teams are participating in the race

So 36 × 49= 16 16 team had finished the race by noon

∴ Reaming team = 36 - 16 = 20

∴ Since 70% of the reaming team had finished by one o'clock 

So, 20 of 70% = 20 × 70100 = 14

 ∴  The teams had not finished the race by one o'clock = 20 – 14 = 6

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যদি a + 2b = 6 এবং ab = 4 হয় তাহলে 2a + 1b এর মান কত?

দেওয়া আছে,  a + 2b = 6 . . . . . . . . . . . . . . (i)

ab = 4   . . . .. . . . . . . . . . .  (ii)

এখন, সমীকরণ (i) কে  1ab দিয়ে গুণ করি

1ab × a + 1ab × 2b = 6 × 1ab

 1b + 2a = 6ab

 2a + 1b = 64

 2a + 1b = 32(ans.)

প্রশ্নে বলা হচ্ছে যে, জন গত মাসে তার বেতনের 40% ভাড়া বাবদ খরচ করলেন। ভাড়া বাবদ যা খরচ করেছিলেন তার চেয়ে 30% কম খরচ করে তিনি একটি মেশিন কিনলেন। তার কাছে আর কত টাকা আছে?

30% কম Spend করা মানে 40 টাকার 70% খরচ করেছে মেশিন কেনায়। এখন এই 40 এর 70% = 28 টাকা। আর ভাড়া বাবদ খরচ করেছে 40 টাকা । এই 40 ও 28 যোগ করে যোগফল 100 থেকে বিয়োগ করলেই অবশিষ্ট টাকা পাওয়া যাবে।

Let, John total income is 100 Tk.

He spent 40% of his income on rent = 100 of 40%

= 100 × 40100 = 40 Tk.

Since he spent 30% less than what he spent on rent

So, he purchased dishwasher = 40 of 70%

= 40 × 7010 = 28 Tk.

Hence, John has left last month = 100-(40+28) = 32 Tk.

Created: 4 weeks ago | Updated: 2 weeks ago

যদি  x=ya, y=zb এবং  z=xc, তাহলে abc =?

z = xc

 z = yac

z = zb × ac

 z1 = zabc

 abc = 1

প্রশ্নে বলা হচ্ছে যে, চিত্রকর্ম প্রদর্শনীর জন্য শিল্পকলার ছাত্রদের মধ্যে নিচের মতো করে চিত্রাঙ্কনের দায়িত্ব দেয়া হলোঃ  13 অংশ ছাত্রকে ভাস্কর্য 18, অংশ ছাত্রকে তৈলকর্ম 12অংশ ছাত্রকে পানির রং এবং বাকি 10 টি চিত্রকর্ম মোজাইকের । ঐ শ্রেণিতে কতজন ছাত্র রয়েছে?

Let, x students are in the art class

So, number of students are sculptures = x of 13 = x3

∴ Number of students are oil paintings  = x of 18 = x8

∴ Number of students are water colours = x of 12 = x2

Remaining students = x - x3 + x8 + x2 = x - 8x + 3x + 12x24 = x - 23x24 = x24

According to the question

x24 = 10 

 

Hence, 240 students are in the art class. 

এই সকল অঙ্কের ক্ষেত্রে পুরো সংখ্যা
x ধরে করলে সহজেই উত্তর পাওয়া যায়। মূলত ভগ্নাংশের অঙ্কগুলো এভাবেই করতে হয় ।