সাধারণ বীমা কর্পোরেশন || কন্ট্রোল অপারেটর ( গ্রেড-16) (07-11-2020) || 2020

All

সকল বিষয়

স্বরধ্বনিঃ যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি বা Vowel sound. যেমনঃ অ, আ, ই, উ ইত্যাদি।

ব্যাঞ্জনধ্বনিঃ যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি বা Consonant sound. যেমনঃ ক, চ, ট, ত, প ইত্যাদি। মৌলিক স্বরধ্বনি ৭টি। এগুলো হলোঃ অ, আ, ই, উ, এ, অ্যা, ও। উল্লেখ্য, যৌগিক স্বরধ্বনি ২টি (ঐ, ঔ)।

বন্ধনীর নির্দেশ মোতাবেক উত্তর দিন
2.

স্বার্থ(অর্থ লিখুন)

Created: 3 months ago | Updated: 6 hours ago

'স্বার্থ' অর্থ 'নিজ প্রয়োজনে, নিজের উদ্দেশ্য, নিজের অর্থ, স্বীয় ধনসম্পদ'।

বন্ধনীর নির্দেশ মোতাবেক উত্তর দিন
3.

চন্দ্র ( দুটি সমার্থক শব্দ লিখুন)

Created: 3 months ago | Updated: 6 hours ago

চন্দ্ৰ এর দুটি সমার্থক শব্দ চাঁদ এবং সুধাংশু ।

বন্ধনীর নির্দেশ মোতাবেক উত্তর দিন
4.

সিংহাসন, পুরস্কার ( সন্ধি বিচ্ছেদ করুন)

Created: 3 months ago | Updated: 6 hours ago

সিংহ + আসন = সিংহাসন। 

পুরঃ + কার = পুরস্কার। 

বন্ধনীর নির্দেশ মোতাবেক উত্তর দিন
5.

রূপালি , অযথা ( পদ নির্দেশ লিখুন)

Created: 3 months ago | Updated: 6 hours ago

 'রূপালি' হলো বিশেষণ পদ। ‘অথবা’ হলো অব্যয় পদ।

বন্ধনীর নির্দেশ মোতাবেক উত্তর দিন
6.

অমৃত , সার্থক ( বিপরীতার্থক শব্দ লিখুন)

Created: 3 months ago | Updated: 6 hours ago

‘অমৃত' এর বিপরীত শব্দ ‘গরল'। ‘সার্থক’ এর বিপরীত শব্দ ‘ব্যর্থ’।

সমুদ্রের মধ্যে হাজার হাজার প্রবাল আপন দেহের আবরণ মোচন করতে করতে কখন এক সময়ে দ্বীপ বানিয়ে তোলে, তেমনি বহুসংখ্যক মন আপনার অংশ দিয়ে গড়ে তুলেছে আপনার ভাষা - দ্বীপ। এভাবে এক এক ভৌগোলিক ভূখন্ডে বসবাসকারী জনগোষ্ঠীর ব্যবহৃত ভাষা থেকে বিভিন্ন ভাষার উদ্ভব। যেমন- জাপান ভূখন্ডে বসবাস করে যে জনগোষ্ঠী, তাদের ভাষা জাপানি । ফ্রান্সের অধিবাসীদের ভাষা ফরাসি। বাংলাদেশের অধিবাসীদের ভাষা বাংলা ।

একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। কারো মুখ থেকে “না” শুনলেই আমরা বুঝি যে লোকটা কথা বলছে বাংলায়, কেননা “না” ধ্বনি বাংলা ভাষার শব্দ; লোকটি যদি “নো” বলতো তাহলে সঙ্গে সঙ্গেই ধরা যেত যে কথাটা ইংরেজি, কেননা বাংলায় “নো” বলে কোনো শব্দ নেই। আবার ফরাসি ভাষায় ওই কথাটা বুঝতে চাইলে বলতে হবে “ন”। অথচ না, নো, পঁ- এই তিনটি ধ্বনির মধ্যে পার্থক্য তো খুব বেশি নেই, আর অর্থ তো তিনটিরই এক। তবু বাংলা ভাষীরা বলে বলেই ওই ‘না’ ধ্বনি বা শব্দটা বাংলা ভাষার শব্দ। আমরা বাঙালিরা যে ভাষায় কথা বলি, স্বপ্ন দেখি, মনের ভাব প্রকাশ করি তার নাম বাংলা ভাষা । বাংলা ভাষা সম্পর্কে প্রদত্ত সংজ্ঞার্থ হলোঃ ‘মনের ভাব প্রকাশের জন্য বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা সম্পাদিত বা নিষ্পন্ন, বাঙালি সমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টির নাম বাংলা ভাষা।' বাংলা ভাষা বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায় এবং আরো কিছু জায়গায় প্রচলিত আছে। আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিমের দেশ সিয়েরালিওন-এর অন্যতম রাষ্ট্রভাষা বাংলা। পৃথিবীর প্রায় ত্রিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। ভাষা ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলাকে বিশ্বে চতুর্থ স্থানীয় ভাষা বলে অনুমান করা হয়। ২০৫০ সাল নাগাদ কেবল ১৪-২৫ বছর বয়স্ক বাংলাভাষীর সংখ্যাই ৩১ কোটি ৬০ লক্ষে দাঁড়াবে বলে পরিসংখ্যানবিদদের অনুমান। ভাষার সংখ্যার বিচারে বাংলা এখন পৃথিবীর সপ্তম ভাষা। এর স্থান কেবল চীনা, ইংরেজি, হিন্দি-উর্দু, স্প্যানিশ, আরবি ও পর্তুগিজের পরে। আর বাংলাই সম্ববত পৃথিবীর একমাত্র ভাষা, যার প্রতি ভালোবাসা ও মর্যাদাবোধ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম। বাংলদেশের রাষ্ট্রভাষা বাংলা । বাঙালি জাতির মাতৃভাষাও বাংলা। UNESCO এক ঘোষণায় বলেছেঃ ‘বাংলা পৃথিবীর মধুরতম ভাষা এবং স্প্যানিশ দ্বিতীয় ও ডাচ তৃতীয় মধুর ভাষা । ভাব প্রকাশে বাংলার মতো এমন মধুর এবং উপযুক্ত ও সুন্দর ভাষা আর নেই ।

Fill in the Blanks with appropriate preposition :
8.

She was absent ___the meeting

Created: 3 months ago | Updated: 6 hours ago

She was absent from  the meeting. বাক্যের অর্থঃ সে মিটিংয়ে অনুপস্থিত ছিল।

Fill in the Blanks with appropriate preposition :
9.

He was accused ___theft

Created: 3 months ago | Updated: 6 hours ago

He was accused of theft.  বাক্যের অর্থঃ সে চুরির দায়ে অভিযুক্ত

Fill in the Blanks with appropriate preposition :
10.

He left ____home.

Created: 3 months ago | Updated: 6 hours ago

He left home. (no preposition) বাক্যের অর্থঃ সে বাড়ি থেকে চলে গিয়েছে।

Fill in the Blanks with appropriate preposition :
11.

He prefers milk ____ tea

Created: 3 months ago | Updated: 6 hours ago

He prefers milk to tea. বাক্যের অর্থঃ সে চায়ের চেয়ে দুধ অধিকতর পছন্দ করে।

Fill in the Blanks with appropriate preposition :
12.

You should abide ____ the rules.

Created: 3 months ago | Updated: 6 hours ago

You should abide by the rules.  বাক্যের অর্থঃ তোমার নিয়মাবলি মেনে চলা উচিৎ।

Created: 3 months ago | Updated: 13 hours ago

মুষলধারে বৃষ্টি হচ্ছে। 

= He is raining in torrents.

Created: 3 months ago | Updated: 1 day ago

সাতটা বাজতে দশ মিনিট বাকী। 

=  It is ten (minutes) to seven.

Created: 3 months ago | Updated: 1 day ago

সে দেশের জন্য মারা গেল । 

= He died for the country.

Created: 3 months ago | Updated: 8 hours ago

ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল । 

=  The patient had died before the doctor came.

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশ উন্নতি করুক। 

=  May Bangladesh prosper.

Created: 3 months ago | Updated: 10 hours ago

He is sleeping for two hours

= He has been sleeping for two hours. বাক্যের অর্থঃ তিনি দুই ঘণ্টা যাবৎ ঘুমাচ্ছেন ৷

Created: 3 months ago | Updated: 1 day ago

Neither of the boys have returned

= Neither of the boys has returned. বাক্যের অর্থঃ কোনো বালক-ই ফিরে আসল না ।

Correct the sentence :
20.

I have seen him yesterday.

Created: 3 months ago | Updated: 7 hours ago

I have seen him yesterday.
= I saw him yesterday. বাক্যের অর্থঃ গতকাল আমি তাকে দেখেছিলাম

Created: 3 months ago | Updated: 1 day ago

Would you take part of this activity?
=  Would you like to take part of this activity? বাক্যের অর্থঃ তুমি কি ঐ কর্মে অংশগ্রহণ করতে চাও ।

Created: 3 months ago | Updated: 1 day ago

We are playing tennis everyday.
=We play tennis everyday. বাক্যের অর্থঃ আমরা প্রতিদিন টেনিস খেলি ।

প্রথমে ১০ থাকায় ধরি মোট খেলনার সংখ্যা ১০x টি

∴ ১ম শিশুর নিকট খেলনা আছে  = x = x টি

∴ ২য় শিশুর নিয়কট খেলনা আছে = (x + ১২)টি

∴  ৩য় শিশুর নিকট খেলনা আছে = (x + ১)টি

∴ ৪র্থ শিশুর নিকট খেলনা আছে = ২(x + ১) = (২ x + ২)টি

প্রশ্নমতে, x + x +  + x +  + x +  = x

 x +  = x x =   x =  = 

অতএব, মোট খেলনার পরিমাণ =  ×  =  টি (উত্তর)

৬% কমিশন নিয়ে লোকটি গাড়ি বিক্রয় করে কমিশন হিসেবে পায় ৮,৮৮০ টাকা ৷ 

অর্থাৎ গাড়িটির বিক্রয় মূল্যের ৬% = ৮,৮৮০ টাকা

∴ গাড়িটির বিক্রয় মূল্যের ১০০% =  ×  = ১,৪৮,০০০ টাকা

উত্তরঃ গাড়িটির বিক্রয়মূল্য ১,৪৮,০০০ টাকা ।

কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো CPU বা Central Processing Unit. অবশ্য CPU বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশকে। এখন CPU বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বুঝানো হয়। CPU কে কম্পিউটারের ব্রেইন বা মস্তিস্ক বলা হয়। CPU কে তিনটি ভাগে ভাগ করা যায়ঃ গাণিতিক যুক্ত ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি ।

কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথাঃ প্রধান মেমোরি এবং সহায়ক মেমোরি । সহায়ক মেমোরির মধ্যে রয়েছেঃ হার্ড ডিস্ক, ফ্লাশ ডিস্ক, ফ্লপি ডিস্ক, চৌম্বক ড্রাম, সিডি এবং ডিভিডি ।

সাধারণত কম্পিউটারের RAM নষ্ট হলে বিপ (Beep) সাউন্ড দেয়। মাঝে মাঝে পিসি বিপ বিপ সাউন্ড করতে করতে বন্ধ হয়ে যায় 

মাইক্রোসফট ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ডকে সংক্ষেপে এম.এস.ওয়ার্ড বলে।

Created: 3 months ago | Updated: 7 hours ago

কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (Virus) শব্দটির পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন এই ভাইরাসের নামকরণ করেন। এটি একটি Software বা প্রোগ্রাম যা দ্বারা কম্পিউটারের অপারেটিং সিস্টেম ক্ষতিসাধন করে থাকে।

বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক 4th Generation মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

ইন্টারনেট এর মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদানের প্রযুক্তিকে ই-মেইল বলে।

বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন সভা ও যোগাযোগের জন্য ইন্টারনেটের জুম অ্যাপস ব্যবহৃত হচ্ছে।

মোবাইল ফোনে ব্যবহৃত দুইটি অপারেটিং সিস্টেমঃ 

জিএসএম (GSM) এবং সিডিএমএ (CDMA).

উল্লেখ্য, GSM এর পূর্ণরূপ Global System for Mobile Communication. 

CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.

www.sbc.gov.bd হলো সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইট ।

১৮ সেপ্টেম্বর ২০১৮ তে বাংলাদেশের সংসদে কণ্ঠভোটে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাস হয়। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জন শৃঙ্খলা ক্ষুণ্ণ করলে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করলে তাকে এই আইনের আওতায় আনা হয় ৷

কোনো ডকুমেন্টকে সেভ করতে চাইলে Ctrl + s বাটন চেপে সেভ করা যায়।কোনো ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে চাইলে Save As অপশন ব্যবহার করতে হয়। উল্লেখ্য, কোন ডকুমেন্টের নাম পরিবর্তন করতে চাইলে F2 বাটন চাপতে হয়।

ইন্টারনেট ওয়েবসাইট ফেইসবুক হলো অন্যদের সাথে যোগাযোগের একটি সামাজিক মাধ্যম ।

ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বা ই-বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেম এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় করা হয়ে থাকে।

Created: 3 months ago | Updated: 13 hours ago

Chrome হলো Google এর তৈরি একটি ওয়েব ব্রাউজার। এটি ২০০৮ সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয়। এরপর ক্রমন্বয়ে এটি লিনেন্সের বিভিন্ন ডিস্ট্রোসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয় ।

Hypertext Transfer Protocol Secure (HTTPS) হলো HTTP এর সুরক্ষিত Version. আপনার Browser এবং যে Website টি আপনি সংযুক্ত আছেন তার মধ্যে কোন তথ্য পাঠানো হয় সেই প্রোটোকল ।

HTTPS এর শেষে 'S' এর মানে হলো Secure বা নিরাপদ ।

ওরাকল সাধারণত ডাটাবেজ প্রোগ্রাম। ওরাকল ডেটাবেজের মধ্যে ডেটা সংরক্ষণ করার জন্য একটি টেবিল তৈরি করে নিতে হয়। আর এই টেবিলের মধ্যে কোন ধরনের ডাটা থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়। উল্লেখ্য, ওরাকল ডেটাবেজ সাধারণত Oracle RDBMS বা Oracle নামে পরিচিত। এটি অবজেক্ট রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা Oracle বাজারজাত করে। ১৯৭৭ সালের ১৬ জুন Software Development Laboratories (SDL) Oracle Software উন্নয়ন করেন। Oracle এর প্রতিষ্ঠাতা হলেন Larry Ellison, Bob Miner এবং Ed Oates.

Created: 3 months ago | Updated: 1 day ago

ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ই-মেইলকে সাধারণত Spam মেইল বলে। এই Spam মেইলগুলো Security এবং Privacy এর ক্ষেত্রে কোন হুমকি নয়। ভুয়া এবং অযাচিত মেইল এখানে জমা হয়।

ইন্টারনেট থেকে কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে Downloading বলে।

কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েবপেজকে হোমপেজ বলে।

ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা এড্রেসের নাম আইপি এড্রেস (IP Address).

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
49.

WWW

Created: 3 months ago | Updated: 1 day ago

www এর পূর্ণরূপ World Wide Web.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
50.

RAM

Created: 3 months ago | Updated: 8 hours ago

RAM এর পূর্ণরূপ Random Access Memory.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
51.

LAM

Created: 3 months ago | Updated: 1 day ago

LAM এর পূর্ণরূপ Local Area Communication Technologies Multicomputer.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
52.

ICT

Created: 3 months ago | Updated: 10 hours ago

ICT এর পূর্ণরূপ Information and Communications Technology.

সংক্ষেপে করা শব্দে পূর্ণরূপ লিখুন।
53.

PDF

Created: 3 months ago | Updated: 1 day ago

PDF এর পূর্ণরূপ Portable Document Format.

রূপকল্প ২০২১ বা ভিশন ২০২১ বা ডিজিটাল বাংলাদেশ ভিশন ছিল ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনী ইশতেহার।

বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের নাম নগদ ।

কক্সবাজারের ঝিলংজায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত। আর দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং অবস্থিত কুয়াকাটায়। উল্লেখ্য, সাবমেরিন ক্যাবল হলো সাগরের তলদেশে স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল যা টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়। আর বাংলাদেশের 'সাবমেরিন ক্যাবল' প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।