She was absent from the meeting. বাক্যের অর্থঃ সে মিটিংয়ে অনুপস্থিত ছিল।
He was accused of theft. বাক্যের অর্থঃ সে চুরির দায়ে অভিযুক্ত
He left home. (no preposition) বাক্যের অর্থঃ সে বাড়ি থেকে চলে গিয়েছে।
He prefers milk to tea. বাক্যের অর্থঃ সে চায়ের চেয়ে দুধ অধিকতর পছন্দ করে।
You should abide by the rules. বাক্যের অর্থঃ তোমার নিয়মাবলি মেনে চলা উচিৎ।
মুষলধারে বৃষ্টি হচ্ছে।
= He is raining in torrents.
সাতটা বাজতে দশ মিনিট বাকী।
= It is ten (minutes) to seven.
সে দেশের জন্য মারা গেল ।
= He died for the country.
ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল ।
= The patient had died before the doctor came.
বাংলাদেশ উন্নতি করুক।
= May Bangladesh prosper.
He is sleeping for two hours
= He has been sleeping for two hours. বাক্যের অর্থঃ তিনি দুই ঘণ্টা যাবৎ ঘুমাচ্ছেন ৷
Neither of the boys have returned
= Neither of the boys has returned. বাক্যের অর্থঃ কোনো বালক-ই ফিরে আসল না ।
I have seen him yesterday.
= I saw him yesterday. বাক্যের অর্থঃ গতকাল আমি তাকে দেখেছিলাম
Would you take part of this activity?
= Would you like to take part of this activity? বাক্যের অর্থঃ তুমি কি ঐ কর্মে অংশগ্রহণ করতে চাও ।
We are playing tennis everyday.
=We play tennis everyday. বাক্যের অর্থঃ আমরা প্রতিদিন টেনিস খেলি ।