চারটি শিশু নিজেদের বেশ কিছু খেলনা নিয়ে একসাথে খেলতে বসেছে। মোট খেলনার দশ ভাগের এক ভাগ প্রথম শিশুটির। 1 প্রথম শিশুর চেয়ে দ্বিতীয় শিশুর ১২টি এবং তৃতীয় শিশুর ১টি বেশী খেলনা রয়েছে। চতুর্থ শিশুর কাছে তৃতীয় শিশুর দ্বিগুণ পরিমাণ রয়েছে। সর্বমোট খেলনার সংখ্যা কত?