হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা
ক্রমশই বর্ষিত হচ্ছে যা
কাচের দ্বারা নির্মিত যে ভবন
গােপন করার ইচ্ছা
গােপন করার ইচ্ছা = জুগুপ্সা
অনেকের মধ্যে একজন
পূর্বে জন্মেছে যে ।
যে নারী জীবনে একবার মাত্র সন্তান প্রসব করেছে।
‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' লাইন দিয়ে শুরু সঙ্গীতটির রচয়িতা কে?
চর্যাপদ' গ্রন্থে কোন পদকর্তার সর্বাধিক এবং কতটি পদ সংকলিত?
জয়দেব রচিত একটি সংস্কৃত কাব্যগ্রন্থের নাম লিখুন যা বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযােগ্য।
আলাওলের ‘পদ্মাবতী' কোন ভাষার, কোন কবির এবং কোন গ্রন্থের অনুবাদ?
ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন?
ফকীর গরীবুল্লাহ রচিত দুটি গ্রন্থের নাম লিখুন।
সংবাদ প্রভাকর' কত সালে, কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়?
’সধবার একাদশী' কার লেখা ও কী ধরনের বই?
শেক্সপীয়র রচিত কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন এবং অনূদিত গ্রন্থটির বাংলা নাম কী?
নৌফেল ও হাতেম' কোন জাতীয় রচনা? রচয়িতার নাম কী?
চাঁদের অমাবস্যা' কোন জাতীয় রচনা এবং গ্রন্থটির লেখক কে?
বাংলাদেশের দুজন অকালপ্রয়াত বিশিষ্ট কবির নাম লিখুন।