ডি-ডে'র পূর্ণ নাম কী?
১৯৯৮ সালে বিশ্বশান্তির জন্য ‘চৌদ্দদফা কে উপস্থাপন করেছিলেন?
EC কী?
১৯১৯ সালে অনুষ্ঠিত প্যারিস শান্তি সম্মেলনের প্রধান অংশগ্রহণকারী কারা ছিলেন?
হেবরণ হত্যাকান্ড কে সংঘটিত করেছিল?
হেবরন মসজিদ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ২৫ ফেব্রুয়ারি ১৯৯৪ সালে । ইহুদিবাদি ইসরাইলের উগ্রপন্থি ইহুদিরা এই হত্যাকাণ্ড ঘটায়। তখন ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন আইজ্যাক রবিন। রমযান মাসে যখন ফিলিস্তিনের মুসলমানরা মসজিদ ই ইব্রাহিম এ নামাজ পড়তেছিল তখন ২৯ জন উগ্রপন্থি মিলে ১২৫ জন মুসলমানকে হত্যা করে এবং পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলের সেনাবাহিনি আরও ১৯ জন মুসলমানকে হত্যা করে।
জোট নিরপেক্ষ আন্দোলনের চারজন প্রধান উদ্যোক্তাদের নাম কী?
পূর্ব তিমুর কীসের জন্য বিখ্যাত?
ফরাসী দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম লিখুন।
মাইন ক্যাম্প কী?
উপমহাদেশ থেকে যারা বিজ্ঞানের সাথে জড়িত বিষয়ে নােবেল পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্য থেকে কমপক্ষে দু'জনের নাম লিখুন।
খেমাররুজ বলতে কী বুঝেন? ।
পুলিৎজার প্রাইজ।
আরব লীগ
ম্যাসট্রিচট চুক্তি
ন্যাটোর পুনর্গঠন
বিশ্ব বাণিজ্য সংস্থা
টেনেসি উইলিয়াম
১৯৯৫ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলন।