“প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।” - সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসরছে। ব্যাখ্যা করুন।
জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কী কী ব্যবস্থা গ্রহণ | প্রয়ােজন বলে মনে করেন? আলােচনা করুন।
কৃষক ও শ্রমিকের মুক্তি বলতে কী বুঝায়? সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসরণে লিখুন ।
গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব বলতে কী বুঝায়? সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ বর্ণিত মতে ব্যাখ্যা করুন।
সুযােগের সমতা
দায়মুক্তি
ন্যায়পাল
অর্থ বিল
সুপ্রীমকোর্টের আসন
জরুরি অবস্থা
চুক্তি ও দলিল
পদের শপথ
মন্ত্রিসভা
এটর্নি জেনারেল
কোট অব রেকর্ড বলতে কী বুঝায়? এ প্রেক্ষিতে সংবিধানের ১১২ নং অনুচ্ছেদ বর্ণিত | মতে আলােচনা করুন
সুপ্রীমকোর্ট এবং হাইকোর্ট বিভাগের মধ্যে কোনাে পার্থক্য আছে কি? থাকলে বর্ণনা করুন (সংবিধান অনুসরণে)। প্রধান বিচারপতির নিয়ােগ দেন কে?
বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ কী? এ বিভাগসমূহের দায়িত্ব আলােচনা করুন। বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার শর্তসমূহ কী কী? নির্বাহী বিভাগের প্রধান কে?
সুশাসন বলতে কী বুঝায়? সুশাসনের সাথে দুর্নীতি দমনের কোনাে সম্পর্ক আছে কি? | সুশাসন প্রতিষ্ঠার মৌলিক বিষয়গুলাে কী কী আলােচনা করুন।
পররাষ্ট্রনীতি বলতে কী বুঝায়? আন্তর্জাতিক সম্পর্ক সংরক্ষণের জন্য বাংলাদেশ কী কী ভূমিকা নিতে পারে বলে মনে করেন? বর্ণনা করুন।
বাংলাদেশের প্রশাসনিক কাঠামাে (কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত) বর্ণনা করুন। প্রশাসনিক। কাঠামাের সাথে স্থানীয় সরকার কাঠামাের (কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত) পার্থক্যগুলাে লিখুন।
বেসামরিক ও সামারিক প্রশাসন বলতে কী বুঝায়? উভয়ের মধ্যে পার্থক্য ও সম্পর্ক আলােচনা করুন।
সুশীল সমাজ কী? সুশাসন ও দুর্নীতি দমনে তাদের ভূমিকা থাকলে আলােচনা করুন।
দেশের অর্থনীতির সাথে রাজনীতির কোনাে সম্পর্ক আছে কি? হা/না হলে তা যুক্তিসহ আলােচনা কর।
নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝায়? এ কার্যক্রমে কী কী ব্যবস্থা ফলপ্রসু অবদান রাখতে পারে বলে মনে করেন? সুপারিশসহ লিখুন।
বাংলাদেশে আই.এম.এফ, এ.ডি.বি এবং বিশ্বব্যাংকের কার্যাদি আলােচনা করুন। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? এ প্রতিষ্ঠানে বাংলাদেশের কোন প্রতিনিধি আছে কি? থাকলে একটি পদের নাম লিখে দায়িত্ব আলােচনা করুন।
ধর্মীয় স্বাধীনতা
সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি ।
নাগরিকত্ব
জনশৃংখলা রক্ষা
NGO