তিনি স্বচ্ছল পরিবারের সন্তান।
এ খবরটি অত্যান্ত বেদনাদায়ক।
মুখস্তবিদ্যা পরিহার করা দরকার।
তিনি পৈত্রিক ভিটায় বসবাস করেন।
সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
এটি একটি অনুবাদিত গ্রন্থ।
আমি অপমান হয়েছি।
এ ব্যক্তি সকলের মাঝে বয়স্ক।
এ তো তার দূর্লভ সৌভাগ্য।
তোমার সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে।
বালকটি আরোগ্য হয়েছে।
সুখের দিনে অমন ——— মাছি কত দেখা যায়।
পরীক্ষায় পাস করার জন্য সে ——— পণ করেছে।
তার সঙ্গে ———- দেখা হয়।
তাঁর অকাল মৃত্যু এ সংসারে ———– হয়ে দেখা দিল।
ছলের টাকা ———- যায়।
আমার কাঁধে ভারী জোয়াল, তুমি তো ভাই ———- ।
আগে-পিছে লন্ঠন, কাজের বেলা ঠন্ঠন্!
টনক নড়া;
ডামাডোল;
কাষ্ঠহাসি;
গোড়ায়;
লেফাফা দুরস্ত;
লেজে গোবরে।
লেজে গোবরে বাগধারাটির অর্থ বিশৃঙ্খলা । রহিমকে কাজটি দেওয়া হলো সঠিকভাবে করার জন্য সে তো কাজটি লেজে গোবরে পাকিয়ে ফেলল।
Abrogate;
Booking;
Bibliography;
Execute;
Agenda;
Deed.
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়।
‘চর্যাপদ’ কত সালে এবং কোন স্থান থেকে উদ্ধার করা হয়?
বাংলা লিপির উৎস কি?
ব্রাহ্মী লিপি
‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
‘চন্ডীদাস সমস্যা’ কী?
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চা করেছেন এমন দুই জন লেখকের নাম লিখুন।
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? কেন তাঁকে ভোরের পাখি বলা হয়েছে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী? কোন প্রতিষ্ঠান থেকে তিনি ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন?
বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিনিধিত্বশীল চারটি ভাষাগোষ্ঠীর নাম লিখুন।
রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি নাটকের নাম লিখুন।
বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম লিপিবদ্ধ করুন।
বাংলাদেশে প্রথম কোথায় ও কবে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল?
‘মজলুম আদিব’ কে? এ নামে তিনি কোন গ্রন্থ রচনা করেন?
রশীদ করীমের চারটি উপন্যাসের নাম লিখুন।
‘পৃথক পলঙ্কে’র লেখক কে? তিনি কোন সনে মৃত্যুবরণ করেন?
‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ কী? এর লেখক কে?