সাধিত শব্দ কাকে বলে? সাধিত গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণসহ ব্যাখ্যা করুন।
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানাননীত অনুসারে তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখুন।
তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অতিভূত করেছে।
এ নির্মম হত্যাকান্ডে গ্রামবাসী নিস্তদ্ধ হয়ে গেল।
ইতিপূর্বেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়ছে।
মহাসমারোহে প্রধান অতিথিকে সুস্বাগত জানানো হলো।
তার সাংঘাতিক আনন্দ হলো।
ছেলেটি অহর্নিশি তার মাকে জ্বালাতন করে।
উড়নচন্ডী
খন্ড প্রলয়
আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া
আসলে মুষল নেই ঢেঁকি ঘরে চাঁদোয়া = উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব
যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে,
একাদশে বৃহস্পতি
আট –পিঠে দড় তবে ঘোড়ার উপর চড়।
ফের যদি আসে তবে সিঁধকাঠি সঙ্গে করিয়াই আসিব । ( সরল)
তাকে নির্দয় মনে হয় না। ( অস্তিবাচক)
অধ্যয়নই ছাত্রদের তপস্যা ( জটিল)]
জামিল বাড়িতে আছে।(নেতিবাচক)
যেহেতু তার ধনসম্পদ আছে, তাই সে গর্বিত । ( যৌগিক)
পথের প্রান্তে আমার তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয়।
জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ ঘটে।
চর্যাপদে নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে গ্রামীণ জীবনের কী পরিচয় পাওয়া যায় তা লিখুন।
ব্রুজবুলি কী?
রোমাঞ্চধারার একজন মুসলিম কবির কাব্য সম্পকে আলোচনা করুন।
ভারতচন্দ্র রায় গুণাকরের কবি প্রতিভার মূল্যায়ন করুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজসংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করুন।
‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন।
কাজী নজরুল ইসলামের ঔপন্যাসিক সত্তার পরিচয় দিন।
ভাষা আন্দোলনভিত্তিক তিনটি গল্পের নাম লিখুন।
মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি উপন্যাসের মূল্যায়ন করুন।