শব্দগঠন বলতি কী বোঝায় ? কী কী প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় উদাহরণ লিখুন।
বাংলা একাডেমি প্রণীতি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসাওে অ- তৎসম শব্দের ছয়টি বানান লিখুন।
দুর্বলবশত সে আসতে পারেনি।
শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে দেখা হবে।
সামগ্রিক আলোচনার পেক্ষিতে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।
দূরারোগ্য ব্যাধির স্বীকারে পরিণত হয়ে পৃথিবীতে বগু মানুষের মৃত্যু হয়।
এ সস্মরণ কবি নজরুলের স্বরণে নামকরণ করা হয়েছে।
স্বাস্থ্য সকল সুখের মূল।
আমড়া কাঠের ঢেকি; শাক দিয়ে মাছ ঢাকা; তামার বিষ; মিছরির ছুরি; ঠগ বাছতে গা উজাড়; ননীর পুতুল
আমড়া কাঠের ঢেকি;
শাক দিয়ে মাছ ঢাকা;
শাক দিয়ে মাছ ঢাকা -তুচ্ছ কারণ দেখিয়ে অপরাধ গোপনের চেষ্টা।
তামার বিষ;
'তামার বিষ' বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব।
মিছরির ছুরি:
মিছরির ছুরি মানে হলো মুখে মধু অন্তরে বিষ।
ঠগ বাছতে গা উজাড়;
ঠগ বাছতে গা উজাড়- ভালো মানুষ পাওয়া দুষ্কর
ননীর পুতুল
শহিদের মৃত্যু নেই ( অস্তিবাচক)
ধনীনা প্রায়ই কৃপণ হয়। ( জটিল)
তোমার সব জিনিসই দামি।(নেতিবাচক)
জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। ( যৌগিক)
ভুল সকলেই করে। (প্রশ্নবোধক)
তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না । (সরল)
শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির।
কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে,আর তা থেকে আলো ঠিকরে বেরোয়, তার না কালচার
চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা’ বলা হয়?
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করু।
মনসামঙ্গল কাব্যের বেহুলা চরিত্রটির বৈশিষ্ট্য উল্লেখ করুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনটি মৌলিক রচনার নাম লিখুন।
আধুনিক কবি হিসেবে মাইকেল মধুদূদন দত্তের অবদান ব্যাখ্যা করুন।
শওকত ওসমানের মুক্তিযুদ্ধকেন্দ্রিক তিনটি গ্রন্থর নাম লিখুন।
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবরোধবাসিনী’ গ্রন্থের বিষয়বৈশিষ্ট্য বর্ণনা করুন।
আবহমান বাংলার ছবি জীবনানন্দ দাশের কবিতায় চিত্রিত হয়েছে লিখুন।
সৈয়দ শামসুল হকের ‘ পায়ের আওয়াজ পাওয়া যায়, কাব্যনাটকটির সম্পর্কে বিশ্লেষণ করুন।
মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন।