মডার্ন বিশ্বে, ব্যাংকিং প্রযুক্তিগত উন্নতি এবং পরিবর্তিত গ্রাহক প্রত্যাশার দ্বারা প্রভাবিত হচ্ছে। আজকের দিনে, ব্যাংকিং আর শুধুমাত্র শারীরিক শাখাগুলিতে সীমাবদ্ধ নয় বরং মোবাইল অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবার বিস্তৃত পরিসরকে অন্তর্ভুক্ত করে। গ্রাহকরা তাদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে, বিল পরিশোধ করতে এবং অর্থ পরিচালনা করতে পারেন। তাছাড়া, ফিনটেক উদ্ভাবনগুলো আর্থিক পরিসরকে বিপ্লবিত করেছে। কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা পরিচয় করিয়ে দিয়েছে। এই উদ্ভাবনগুলো বিভিন্ন আর্থিক প্রয়োজন মেটাচ্ছে এবং বৈশ্বিকভাবে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করছে। ডিজিটাল উন্নতির সত্ত্বেও, সঞ্চয় এবং ঋণের মতো ঐতিহ্যবাহী ব্যাংকিং পরিষেবাগুলো গুরুত্বপূর্ণ হিসেবে রয়ে গেছে, যা ব্যক্তিগত এবং কর্পোরেট গ্রাহকদের জন্য সুবিধা প্রদান করে। ব্যাংকগুলো আর্থিক মধ্যস্থতাকারী এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধাবাদী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসাগুলোর জন্য পেমেন্ট এবং ঋণ সহায়তা প্রদান করার ক্ষেত্রে ব্যাংকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রক কাঠামোও বিশ্বব্যাপী ব্যাংকিং শিল্পের পরিবর্তনের সাথে সাথে নতুন আকার ধারণ করছে।
= ১ (উত্তর)
দেওয়া আছে, মোট সংখ্যা 'ক'
২০টি মধ্যে ক্ষুদ্র / সঠিক উত্তর দেয় ১৫টি
প্রশ্নমতে, = ৫০% এর ক
বা,
বা,
বা, (২৫+ ক) ২ = ৩ক
বা, ৫০ + ২ক = ৩ক
বা, ৩ক ২ক = ৫০
∴ ক = ৫০
উত্তর: ৫০
একই সুদের হারে ৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকায় ৫ টাকায় সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? (সরল সুদ বিবেচ্য)
ধরি মুনাফার হার 'ক%'
৫০০ টাকায় ৪ বছরের সুদ = = ২০ক টাকা
৬০০ টাকায় ৫বছরের সুদ = = ৩০ক টাকা
প্রশ্নমতে,
২০ ক + ৩০ক = ৫০০
বা, ৫০ক = ৫০০
বা,
∴ ক = ১০
সুতরাং মুনাফার হার = ১০%
১২ মাস বা ১ বছর পর 'ক' এর শেয়ার = (৩০০ ১২) = ৩৬,০০০ টাকা
১২ মাস বা ১ বছর পর 'খ' এর শেয়ার (৫০০০ ২) = ৬০,০০০ টাকা
৬ মাস বা বছর পর 'গ' এর শেয়ার = (৭৫০০ ৬) = ৪৫,০০০ টাকা
তাহলে তাদের শেয়ারের অনুপাত= ৩৬০০০ : ৬০০০০ : ৪৫০০০
= ৩৬ : ৬০ : ৪৫
= ১২ : ২০ : ১৫
অনুপাতের যোগফল = ১২+২০+ ১৫ = ৪৭
ক ১ বছর পর লাভ পায় =
খ ১ বছর পর লাভ পায়
গ ১ বছর পর লাভ পায়
উত্তরঃ ৬০০ টাকা, ১০০০ টাকা, ৭৫০টাকা
৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রে রূপান্তর করলে, বর্গক্ষেত্রের যে কোন একদিকের দৈর্ঘ্য কত হবে?
দেওয়া আছে, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস = ৫৬ ফুট
সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = ২৮ ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ২৪৬৪ বর্গফুট
প্রশ্নমতে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৪৬৪ বর্গফুট
= ৪৯.৬ বা (উত্তর)
২০২৪ সালের মোট জাতীয় আয়ের বিচারে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
২০২৪ সালের মোট জাতীয় আয়ের বিচারে পৃথিবীর সবচেয়ে বড় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (২২,৬৭৫,২৭১ US$).
কত সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে?
যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে ৩১ জানুয়ারি ২০২০ সালে।
কোন জলপ্রণালী ভৌগলিকভাবে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করে?
ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে ভৌগলিকভাবে আলাদা করে জিব্রাল্টার প্রণালী।
টক জাতীয় ফল যেমন কমলা বা লেবু মূলত কোন ভিটামিনে সমৃদ্ধ?
টক জাতীয় ফল যেমন কমলা এবং লেবু মূলত ভিটামিন সি-তে সমৃদ্ধ
কোন খনিজ উপাদান মানব শরীরের হাড় এবং দাঁত তৈরী ও রক্ষায় অপরিহার্য?
মানব শরীরের হাড় এবং দাঁত তৈরী ও রক্ষায় অপরিহার্য খনিজ উপাদান হল ক্যালসিয়াম।
জাতিসংঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান 'ইউএনএইচআরসি' এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
জাতিসংঘের মানবাধিকার রক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান ইউএনএইচআরসি (United Nations Human Rights Council) এর সদর দপ্তর জেনেভা শহরে, সুইজারল্যান্ডে অবস্থিত।
বর্তমানে পোশাক খাতের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস কোনটি?
বর্তমানে পোশাক খাতের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস হল চামড়া ও চামড়াজাত পণ্য।
শাখা সংখ্যার বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় বিশেষায়িত ব্যাংকের নাম কি?
শাখা সংখ্যার বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় বিশেষায়িত ব্যাংকের নাম বাংলাদেশ কৃষি ব্যাংক(১০৩৮ টি)
২০২৪ সালে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা হিসাব পরিচালনা সংক্রান্ত একটি আইন পাশ হয়েছে। আইনটির পূর্ণ নাম কি?
২০২৪ সালে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা হিসাব পরিচালনা সংক্রান্ত যে আইনটি পাশ হয়েছে, তার পূর্ণ নাম হল "বৈদেশিক মুদ্রা হিসাব পরিচালনা আইন, ২০২৪" (Foreign Exchange Accounts Management Act, 2024)।
সাহিত্যে সর্বশেষ নোবেল বিজয়ী লেখক কোন দেশের নাগরিক?
২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক জন ফসে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার বই 'অগ্নিবীনা' কোন সালে প্রকাশিত হয়েছিল?
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার বই "অগ্নিবীনা" ১৯২২ সালে প্রকাশিত হয়েছিল।
২০২৪ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাণে মোট কতটি দেশ অংশগ্রহন করে?
২০২৪ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে মোট ২০টি দেশ অংশগ্রহণ করবে।
দক্ষিন এশিয়ার সর্বশেষ সাফ নারী ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দেশ কোনটি?
দক্ষিন এশিয়ার সর্বশেষ সাফ নারী ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দেশ ভারত।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নাম কি ছিল?
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নাম ছিল এম এ জি ওসমানী।
মার্কিন ডলার এর পর বৈদেশিক বানিজ্যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত বৈদেশিক মুদ্রার নাম কি?
মার্কিন ডলারের পর বৈদেশিক বানিজ্যে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশী ব্যবহৃত বৈদেশিক মুদ্রার নাম ইউরো।