Turbulence in the currency market has become a cause for serious concern. Foreign exchange market, like the domestic commodity market, cannot be manipulated although the flow of forex's supply can be disrupted in time of greater demand. At times, the central bank has to inject greenbacks to stabilise the forex market as the Bangladesh Bank (BB) did with a record $5.31 billion the financial year of 2022.
Yet instead of stabilising, the currency market has become jittery and the central bank was forced to devalue Taka twice after a big depreciation in January 2022 last. Now the latest sale and purchase of a dollar at a record of Tk 102 on the kerb market in May 2022 only highlights the extent of forex crisis. Even importers were compelled to settle import bills at Tk 97 against the BB-fixed rate of 87.60 for a dollar.
Rising import costs, declining remittances and a large payment to the Asian Clearing Union (ACU) as early as January triggered the process of short supply of greenbacks and decline in the forex reserve to $44.33 billion on January 5 2022 from $46.39 billion on June 30 2021, which reached a record reserve of $48 billion in August last. Still the gap between import and export favours widening of the current account deficit.
So this latest forex crunch will put further pressure on the country's forex reserve. Now the question is, how it will impact the country's economy and commodity, foods in particular, inflation. Economies the world over suffered on account of the pandemic and the steeply rising prices of fuel oils have triggered a chain reaction of commodity and service inflation, globally. At home, even utilities are becoming costlier. After gas price hike, electricity is likely to be pricier with a proposal submitted for raising its tariff by 66 per cent. The Bangladesh Energy Regulatory Committee has suggested a 58 per cent raise for per unit power.
At a time when the spectre of hunger looms large over the globe, these developments on the domestic front cannot but make political leaders concerned about its impact on the poorer sections of the population and the overall food security of the country. When the official announcement was surplus production of rice, the country all of a sudden came to know that the staple was in short supply. There was desperate search for overseas market from where rice could be imported. At one stage, duty on import by private companies was slashed to just 2.0 per cent from 16 per cent.
On the heel of the pandemic has come the Russia-Ukraine war and it is wreaking havoc on some essential commodities including one of the most popular staples, wheat in many countries of the world. Russia, the biggest global exporter of wheat and a major exporter Ukraine are engaged in the war and the supply chain of gas and fuel oils, wheat and sunflower oil, of which the war-ravaged country was the biggest exporter, has been severely disrupted or come to a total halt, stoking high inflation. Sectors that earn foreign exchange will benefit on account of devaluation of Taka but compared to the country's overall loss this is small consolation.
So the challenge before the government is stiff. Management of the market and adjustment of Taka- Dollar exchange rates are the immediate challenge and ensuring a sustainable forex reserve and development is the long-term objective. That the government has decided to go slow on less important development projects is a step in the right direction. But getting the priority right is no mean task, when it comes to preparing for the future.
The development model followed so far depending on cheap labour may fail to deliver in the days to come. There is no alternative to developing human resources. Demographic dividend can be reaped if only quality human capital can be developed under a comprehensive and up-to-date education system with required investment in the sector. This is the priority task for the government like any other in the world.
Automation in the Banking Industry in time of Urgency.
Customer's onboarding processes lack effective communication and personalized recommendation. There is also a problem of personnel assistance in the digital onboarding process.
Digitizing and customizing the retail banking process for the clients will attract more customers.
The customer engagement will be more personalized if the customer profit includes hybrid customer channel information, the likelihood of personalization of both content and channel.
মুদ্রাবাজার ও পণ্যবাজারের অস্থিরতা এখন শেয়ারবাজারেও ছড়িয়ে পড়েছে। এ বাজারের বিনিয়োগকারীরা আর্থিক সংকটে পড়েছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও রয়েছেন অর্থের সংকটে। ডলারের দামের অস্থিরতায় বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এ অবস্থায় বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।
আসুন অনুবাদের পূর্বে কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ জেনে নেইঃ মুদ্রাবাজার – Money market. পণ্য বাজার - Commodity market. অস্থিরতা Unsteadiness; Instability, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী - Institutional investors, অর্থ সংকট - Financial crisis. বিদেশি বিনিয়োগকারী – Foreign investor, দরপতন - Price fall.
= The unsteadiness of the money market and the commodity market has now spread out in the share market too. Investors of this market are in financial crunch. Institutional investors are also in financial crisis. Foreign investors are selling their shares due to the unstable dollar price. There has been a big price fall in the market in this situation.
আসুন অনুবাদের পূর্বে কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ জেনে নেইঃ Fourth industrial revolution অর্থ চতুর্থ শিল্প বিপ্লব। Matter of life and death অর্থ জীবন মৃত্যুর বিষয়। Fall short অর্থ কম হওয়া; অপেক্ষাকৃত নিম্নমানের হওয়া। Equivalent অর্থ সমান; সমতুল্য। Prehistoric era অর্থ প্রাগৈতিহাসিক যুগ। Take the advantage অর্থ সুযোগ গ্রহণ করা। Strong foundation অর্থ শক্ত ভিত্তি ।
= বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য চতুর্থ শিল্প বিপ্লব একটি জীবনমরণ সমস্যা। প্রারম্ভেই বাংলাদেশ এই চতুর্থ শিল্প বিপ্লব হতে সুবিধা হাসিল করতে পিছিয়ে পড়েছে। এজন্যই বর্তমানের সুযোগটা হারানো হবে পূর্ব যুগে বাসের সামিল। চতুর্থ শিল্প বিপ্লব হতে সুযোগ গ্রহণের জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। তাদেরকে অবশ্যই কম্পিউটারে বিভিন্ন জিনিসের সাথে ইন্টারনেটের সংযোগের বিষয়ে (loT), প্রযুক্তির সমন্বয় বিষয়গুলিতে দক্ষতা অর্জন করতে হবে।
Wheat is the second most important staple food of Bangladesh after rice. But it's supply chain has already been hampered due to the prolong war between Ukraine and Russia. Rice production has also been hampered due to the untimely rain. These hike prices of the both crops. So a co-ordinated move is needed to help farmers harvest paddy.
প্রশ্নে বলা হচ্ছে, 5000 টি স্ট্যাম্প দুই ভাই বোনের মধ্যে 5 : 3 অনুপাতে ভাগ করে নিল। এরপর ঐ ভাই তার প্রাপ্ত স্ট্যাম্পগুলি তার দুই বন্ধুর সাথে 3 : 1 : 1 অনুপাতে ভাগ করে নিল । তার প্রত্যেক বন্ধু কতটি করে স্ট্যাম্প পেয়েছিল?
Given, Brother : Sister = 5 : 3
Here, sum of their ratio = 5 + 3 = 8
∴ Brother received
Again, sum of the ratio of brother and his two friends = 3 + 1 + 1 = 5
প্রশ্নে বলা হচ্ছে, একটি ট্রাপিজিয়ামের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4cm এবং 7cm হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত?
We know, area of the trapezoid
Here, assuming, distance of the two parallel line = 7cm
প্রশ্নে বলা হচ্ছে, একটি শ্রেণির 40% ছাত্র পরিসংখ্যানে এবং 35% ছাত্র কম্পিউটারে ফেল করলো। শ্রেণিতে মোট 200 জন শিক্ষার্থী আছে এবং 70 জন কোনো বিষয়েই ফেল করেনি। কতজন শিক্ষার্থী উভয় বিষয়েই ফেল করেছে?
Number of students failed in statistics
∴ Number of students passed in statistics = 200 - 80 = 120
Again,
Number of students failed in Computer
∴ Number of students passed in Computer = 200 - 70 = 130
Given, passed in both subjects = 70
∴ Number of students passed in one or both subjects = 120+ 130-70 = 180
∴ Number of students failed in both subject = 200 - 180 = 20
প্রশ্নে বলা হচ্ছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য : প্রস্থ = 3 : 2. এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি 12 কিমি/ঘণ্টা বেগে সাইকেল চালান এবং ৪ মিনিটে যদি 1 Round দেন তবে পার্কের Area কত?
Given that, length : breadth = 3 : 2
Let, the length of the rectangle be 3x and the breadth of the rectangle be 2x.
∴ The Area = 3xx 2x=6x2 and the perimeter = 2(3x+2x) = 10x.
Now, In 60 minutes the man covers 12km = 12000 meters.
∴ In 8 minutes the man covers 12km
Now, we get, 10x = 1600
, calculate the value of x.
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অর্থনৈতিক বৈষম্য একটি অন্তরায়ঃ
উন্নয়ন শব্দটি সাধারণত বিস্তৃতি, অগ্রগতি, প্রগতি ও প্রবৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়। বিবর্তন, উত্তরণ, প্রসারণ ও বিকাশ অর্থেও এটি ব্যবহৃত হয়ে থাকে। এর বিপরীত অর্থ হলো প্রত্যাবৃত্তি, প্রত্যাবর্তন ইত্যাদি । উন্নয়ন শব্দটি বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ও পরিচিত একটি নাম। বিশেষজ্ঞদের মতে, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই উন্নয়ন বলা হয়ে থাকে। এ প্রবৃদ্ধি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটি জাতি-রাষ্ট্রকে আধুনিকায়নের দিকে এগিয়ে দেয়। এ প্রবৃদ্ধি জাতীয় আয় এবং সঞ্চয়নকে গতিশীল করে তোলে; অন্যদিকে সঞ্চয়, উৎপাদন ও বিনিয়োগের গতিশীলতা নিশ্চিত করে। উন্নয়ন শব্দটি দ্বারা দেশের সুনির্দিষ্ট কোনো একটি বিষয়ের উন্নতিকে নির্দেশ করে না। দেশের আর্থ-সামাজিক ও সামষ্টিক গতিশীলতাকে উন্নয়ন বলা হয়। বিশিষ্ট অর্থনীতিবিদ এডাম স্মিথ বলেন, দেশের ধনিক শ্রেণির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক পুঁজির সঞ্চয়নকে জাতীয় উন্নয়ন বলা হয়। আধুনিক যুগে ব্যাপক অর্থনৈতিক উন্নতিকেই উন্নতির মাপকাঠি মনে করা হয়। পল স্টিটিন বলেন, 'যখন একটি দেশের সকল মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে, তখনই কেবল তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা যাবে।'
উনিশ শতকের শেষের দিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামাজিক ও রাজনৈতিক উন্নয়নকে যুক্ত করা হয়েছে। সুতরাং উন্নয়ন বিষয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিংশ শতকের প্রথমদিকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রসঙ্গটিও এর সঙ্গে যুক্ত হয়েছে। আইএলও বলেছে, 'একটি দেশের সকল মানুষের জন্য খাদ্য, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহায়ণ ইত্যাদি সুবিধাপ্রাপ্তির নামই হলো উন্নয়ন।' অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘মানুষের স্বাধীনতাকে সম্প্রসারিত করার প্রক্রিয়ার নাম হলো উন্নয়ন।' তিনি আরও বলেন, কোনো জাতি যদি নির্দিষ্ট কোনো সময়ের জন্য উন্নত জীবনযাপন করে, তাকে উন্নয়ন বলা যাবে না। উন্নয়নের নিগূঢ় অর্থ হলো, দেশের সামগ্রিক জনগোষ্ঠীর ইতিবাচক উন্নতি ।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ আয়বৈষম্যের পেছনে রয়েছে বহু কারণ। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে মূলত উচ্চ প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রবৃদ্ধিকেন্দ্রিক উন্নয়ন দর্শনের পরিপ্রেক্ষিতে তার গুণগত মান কিংবা সম্পদ বণ্টনের ব্যবস্থার দিকে তুলনামূলকভাবে অনেক কম গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে অর্থনীতিতে কাঠামোগত রূপান্তর হলেও তা কর্মসংস্থানমুখী উচ্চ উৎপাদনশীল শিল্পায়নের পরিবর্তে মূলত নিম্ন আয় ও অনানুষ্ঠানিক সেবা খাতেই ঘটেছে। আমাদের শিল্পায়ন মূলত হয়েছে স্বল্প মজুরির শ্রমিকনির্ভর পোশাকশিল্পকে কেন্দ্র করে। ফলে শিল্পায়নের ক্ষেত্রে বহুমুখীকরণ সেভাবে হয়ে ওঠেনি। বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান তেমন বাড়ছে না। অনেকেই ইতিমধ্যে একে কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হিসেবে অভিহিত করেছেন। প্রতিবছর যে পরিমাণ তরুণ কর্মবাজারে প্রবেশ করেন, তাঁদের মধ্যে সংখ্যার বিচারে অনেকেই কাজ পাচ্ছেন না । এভাবে তরুণদের মধ্যে বেকারত্ব ক্রমেই বেড়ে চলেছে এবং এটা একটা গুরুতর সংকটে রূপ নিচ্ছে।
আমাদের অনেকের কাছেই পরিচিত অর্থনীতির ‘চুইয়ে পড়া তত্ত্ব' বা ‘ট্রিকল ডাউন থিওরি', যার মাধ্যমে প্রবৃদ্ধি বা উন্নয়নের সুফল সবশেষে সাধারণ জনগোষ্ঠীর কাছে পৌঁছার কথা, তা আসলে বাংলাদেশসহ বিকাশমান দেশগুলোয় সেভাবে পরিলক্ষিত হচ্ছে না। প্রবৃদ্ধির সঙ্গে ক্রমবর্ধমান বৈষম্য বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে অনেক সময় মনে করা হয়, প্রবৃদ্ধির শুরুর দিকে তথা উন্নয়নের প্রাথমিক পর্যায়ে আয়বৈষম্য বাড়লেও সময়ের সঙ্গে সঙ্গে এর সুষম বণ্টন নিশ্চিত হবে। ফলে ধীরে ধীরে কমবে বৈষম্য। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অর্থনীতির এ তত্ত্ব বাস্তবে অনেক ক্ষেত্রেই অচল, তাই প্রবৃদ্ধির পাশাপাশি বৈষম্যের বিষয়টি অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতার পরপর বঙ্গবন্ধুর সঙ্গে থেকে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক নুরুল ইসলামের মতো অর্থনীতিবিদ সম্প্রতি এই বৈষম্যকে আর্থ সামাজিক উন্নয়নে প্রধান অর্থনৈতিক বৈষম্য হিসেবে চিহ্নিত করেছেন।
অর্থনৈতিক বৈষম্য হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া। মালয়েশিয়ার সরকার আশির দশকের শুরুতে প্রান্তিক মালে গোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে। নব্বইয়ের দশকের শুরুর দিকে থাইল্যান্ডে আয়বৈষম্য যখন ক্রমে বৃদ্ধি পাচ্ছিল, তখন তারা নীতি-কাঠামো সংস্কারের পাশাপাশি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় এবং নিশ্চিত করা হয় যেন সত্যিকারের ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে সুবিধাগুলো পৌছায় । এ জন্য সরকারের পক্ষ থেকে তালিকা করে কর্মসূচির প্রতিটি ধাপে নজরদারির ব্যবস্থা করা হয়।
অর্থনৈতিক বৈষম্য হ্রাসের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন দ্বিমুখী নীতি । একদিকে যেমন দরকার উচ্চবিত্ত শ্রেণির সম্পদ সংবর্ধনের লাগাম টানা, তেমনি প্রয়োজন নিম্ন আয়ের মানুষের অবস্থার পরিবর্তন কিংবা ক্রয়ক্ষমতা বৃদ্ধি । মনে রাখা প্রয়োজন দারিদ্র্য দূরীকরণের জন্য নেওয়া পদক্ষেপের পাশাপাশি বৈষম্য কমানোর পরিপ্রেক্ষিতে করনীতি সংস্কারের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক দেশেই আয়বৈষম্য কমাতে সবচেয়ে কার্যকর উপায় হয়তো প্রগ্রেসিভ করব্যবস্থা। সে ক্ষেত্রে সরাসরি কর, অর্থাৎ আয়করের আওতায় করযোগ্য সবাইকে আনতে হবে আর করনীতি হতে হবে বৈষম্য কমানোর লক্ষ্যে। এ ক্ষেত্রে কর খাত সম্প্রসারণ করে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। তার জন্য আবার প্রয়োজন সরকারের আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা।
করব্যবস্থার সংস্কারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের অবস্থার উন্নয়নে প্রয়োজন বহুমুখী প্রয়াস। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে হলে প্রয়োজন নতুন কর্মসংস্থান তৈরি এবং শোভন কাজের ব্যবস্থা করা, যাতে সঠিক মজুরি ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার মাধ্যমে শ্রমজীবী মানুষের অবস্থার পরিবর্তন এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় ।
বৈষম্য কমানোর ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপক সংস্কার। সে পরিপ্রেক্ষিতে হতদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বৃদ্ধি এবং দরকার মাথাপিছু বরাদ্দে ব্যাপক পরিবর্তন আনার। সেই সঙ্গে পুরো প্রক্রিয়ায় অভিনবত্বও আনা প্রয়োজন। শহরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য নতুন নতুন কর্মসূচি ও অভিনব কায়দায় জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। অঞ্চলভিত্তিক বৈষম্য কমানোর ক্ষেত্রে পিছিয়ে পড়া ও দুর্যোগপ্রবণ এলাকাগুলোয় সামাজিক নিরাপত্তা কর্মসূচিও জোরদার করা জরুরি। অধিকতর হারে রুগ্ন খাতগুলোয় অর্থের সংস্থানও করতে হবে।
Which are the initial first five member countries of the ASEAN?
The Association of Southeast Asian Nations, or ASEAN, was established on 8 August 1967 in Bangkok, Thailand, with the signing of the ASEAN Declaration (Bangkok Declaration) by the Founding Fathers of ASEAN: Indonesia, Malaysia, Philippines, Singapore and Thailand.
Which date did Singapore get separated from Malaysia?
On 9 August 1965, Singapore separated from Malaysia to become an independent and sovereign state.
Mention three indices of the Chittagong Stock Exchange.
CSE30, CSE50, CSI
What is the name of the central Bank of Nepal?
The central Bank of Nepal is Nepal Rastra Bank.
What is GATT?
The General Agreement on Tariffs and Trade (GATT) is a multilateral trade agreement aimed at expanding international trade and the organization that oversees the agreement. The purpose of GATT organization, based in Geneva, is to provide a forum for discussion of world trade issues that allows for the disciplined resolution of trade disputes, based on the founding principles of the GATT which include nondiscrimination, transparency, an the most-favoured-nation (MFV) treatment.
Mention names of three organizations of the World Bank Group.
Three organizations of the World Bank Group:
(i) IBRD = The International Bank for Reconstruction and Development.
(ii) IDA = The International Development Association.
(iii) IFC = The International Finance Corporation.
Bangladesh rice research institute, 1970, establishe in gazipur, headquarter: dhaka
Which city is the host of the Olympic 2032?
The Australian city of Brisbane will host 2032 Summer Olympics.
Which are member countries of the Asian Clearing Union?
The member countries of ACU are Bangladesh, Bhutan, Iran, India, Maldives, Nepal, Pakistan, Sri Lanka and Myanmar.
What is IFC?
The International Finance Corporation is an international financial institution that offers investment, advisory, and asset-management services to encourage private-sector development in less developed countries. The IFC is a member of the World Bank Group and is headquartered in Washington, D.C. in the United States.