একটি এক্স রশ্মি নলে ইলেট্রন 40 কিলোইলেক্টো ভোল্ট বিভব পার্থক্যে নির্গত হচ্ছে । এক্স রশ্মি সর্বাধিক কম্পাঙ্ক কত?
ফেট (FET) এর বৈশিষ্ট্য নয় কোনটি?
গতীয় রোধের ক্ষেত্রে কোনটি সত্য?
অবতল দর্পণে লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে থাকলে বিম্বের আকার হবে-
কোন নিঃসঙ্গ চার্জ হতে 10cm দূরে 100V বিভব সৃষ্টি হলে ঐ চার্জটির পরিমাণ কত?
একটি বাড়িতে 60 w 5টি এবং 40w 3টি বাতি দৈনিক 5 ঘন্টা করে ব্যবহৃত হয়। যদি এক ইউনিট বিদ্যুৎ এর মূল্য 40 পয়সা হয় , তবে এক মাসে কত ব্যয় হবে?
20 W রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের সান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রবাহমাত্রার 1% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে?
0.20W
2W
20W
25W
কোন স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশের মান সমান হলে, ঐ স্থানের বিনতি কোণের মান কত ডিগ্রী?
আলোক রশ্মির তীব্রতা বৃদ্ধি পেলে ফোটনের সংখ্যা
3 মিটার গভীর একটি পুকুরের তলদেশ প্রকৃত অবস্থান হতে কতঁ উপারে দেখা যাবে?
কোন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক 200kg.m.m উক্ত অক্ষের সাপেক্ষে বস্তুটির চক্রগতি ব্যাসার্ধ কত?( বস্তুর ওজন 19.6N )
কোন কুয়া থেকে 20 mউপরে পানি তোলার জন্য 6 KW এর একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পের দক্ষতা 88.2% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে?
কোন মাধ্যমে 480 Hz ও 320 Hzকম্পাংকের দুটি শব্দের তঁরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের বেগ কত?
নিচের বলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল?
বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রী হলে কৃত কাজ হবে-
সরল দোলকের পর্যায়কালের সমীকরণ হল কোনটি?
পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 কে কী বলে?
যখন বহিঃবর্তনীতে কোন তড়িৎ প্রবাহ থাকে না, তখন তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য v এবং ঐ কোষের তড়িতচালক শক্তি E এর কোন সম্পর্কটি সঠিক?
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে কি বলে?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য ঘন মাধ্যমে আপাতন কোণ অবশ্যই