একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা পূর্বের দ্বিগুন করা হলে গৌণ কুন্ডলীর বিভব পার্থক্য ।
কুমিল্লায় অবস্থিত একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য রাজশাহীতে অবস্থিত দোলকের চেয়ে 10% বেশী হলে, কোন বস্তুকে রাজশাহী থেকে কুমিল্লা নেয়া হলে তার ওজন কত হবে?
নীচের কোনটি মাত্রাগতভাবে স্থিতিস্থাপক গুণাংকের সমতুল্য?
1 kg ভর সম্পন্ন একটি বুলেটকে 400m / sec বেগ দিয়ে বন্দুক থেকে ছোঁড়া হলে এর গতিশক্তি কত?
ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ?
একটি পাত্রে 0°C তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে । কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0°C তাপমাত্রার চাপের এক-তৃতীয়াংশ হবে?
যদি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 336 Jkg-1 হয়, তবে 2.5kg বরফ গলাতে কতটুকু তাপ প্রয়োজন?
টর্কের মাত্রা সমীকরণ কোনটি?
220V, 40W এবং 110V, 40W লেখা দুটি ইলেকট্রিক বাল্বের রোধের অনুপাত বের কর ।
নভোদূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতার সমীকরণ কোনটি?
একটি দর্পণের 20 cm সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 60cm পিছনে বিম্ব গঠিত হয়, দর্পণটির ফোকাস দূরত্ব কত?
কোন পুকুরের তলদেশের একটি মাছকে খাড়াভাবে দেখলে 2m নীচে দেখা যায় । পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে, পুকুরটির প্রকৃত গভীরতা কত?
একটি স্থির তরঙ্গের পাশাপাশি দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব কত?
একটি বস্তুর ত্বরণ 'a' m/sec2 সময় 't' sec এর সাথে a = 3t - 1 সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয় । t = 2 sec সময়ে বস্তুটির গতি হবে-
এক কিলোওয়াট-ঘন্টা সমান-
এক আলোক-বর্ষকে কিলোমিটারে প্রকাশ কর ।
5 gm ভরের সমতুল্য শক্তি কত?
তিনটি সমান বল একটি বিন্দুতে ক্রিয়া করে ঐ বিন্দুকে সাম্যাবস্থায় রেখেছে । বলগুলির অন্তর্ভূক্ত কোণগুলির মান কোনটি?
100 পাক বিশিষ্ট একটি কুন্ডলীতে 5A তড়িৎ প্রবাহ চালালে 0.01 Wb চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয় । কুন্ডলীর স্বকীয় আবেশ কত?
Au198 এর অবক্ষয় ধ্রুবক প্রতিদিন 0.257 । Au198 এর অর্ধায়ু কত?