25 kg ভরের কোন বস্তুকে 40m উঁচুতে খাড়া ভাবে তুললে বস্তুটির স্থিতি শক্তি কত হবে?
কোন তেজক্রিয় পদার্থের অর্ধায়ু 1 দিন কথাটির অর্থ: 1 দিন পর -
একটি সুরশলাকা 2.5 m দীর্ঘ তরঙ্গ-দৈর্ঘ্য তৈরি করতে পারে । যদি ঐ তরঙ্গের বেগ 340 m/sec হয়, তবে সুরশালাকার কম্পাঙ্ক কত?
পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীকে ঘিরে ঘূর্ণায়মান একটি উপগ্রগের দূরত্ব দ্বিগুন করা হলে তার গতিবেগ:
বায়ুতে 1C এর দুইটি আধান পরস্পর থেকে 1 km ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যে বল কত হবে?
হাইড্রোজেন পরমানুর ভূমি অবস্থার শক্তি কত?
একটি কার্ণো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা কত কমাতে হবে?
দর্শানুভূতির স্থায়িত্বকাল নীচের কোনটি সঠিক-
কাঁচের প্রতিসরাঙ্ক 1.45 হলে কাচের ভেতর আলোর গতিবেগ কত?
40 kg ও 60 kg ভরের দুইটি বস্তু যথাক্রমে 10 m/ sec ও 5m/sec বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল । ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে ।
কোন গ্যাসের তাপমাত্রা 100° C থেকে বাড়িয়ে 200° C করা হ’ল । গ্যাসের গড় বেগ কত গুন বাড়বে?
বল ও সরনের মধ্যবর্তী কোনের মান কত হলে, কাজের মান শূন্য হবে?
20 m/sec বেগে গতিশীল একটি ট্রেনের বেগ প্রতি সেকেন্ডে 3 m/sec হারে হ্রাস পায় । থেমে যাওয়ার আগে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
তড়িৎবাহী লম্বা সোজা তারের ক্ষেত্রে চৌম্বকক্ষেত্রের সমীকরণ নীচের কোনটি?
একটি বৈদ্যুতিক হিটার 220 Volt সরবরাহ লাইন থেকে 2 amps গ্রহণ করে । হিটারটি 400 ঘন্টা ব্যবহার করলে কত kWh ব্যয় হবে ।
একটি অবতল দর্পনের বক্রতার ব্যাসার্ধ 48 cm । দর্পণটি হলে 24 cm দূরে একটি বস্তু রাখা হল । প্রতিবিম্বের অবস্থান নির্ণয় কর ।
একটি পুকুর 1m গভীর । পানির প্রতিসরাঙ্ক 4/3 হলে, পুকুরের আপাত গভীরতা কত?
একটি অজানা রোধের সঙ্গে একটি 3 ohm রোধ সমান্তরালে যুক্ত করা হলো । বর্তনীর তূল্য রোধ কত হবে?
বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন-
ভূ-পৃষ্ঠে একজন লোক 3m লাফাতে পারে । চন্দ্রপৃষ্ঠে কত উচুতে লাফাতে পারবে?