সরল দোলকের একটি পরীক্ষায় কোন স্থানের অভিকর্ষজ ত্বরণ 10ms-2 পাওয়া গেলে শতকরা ত্রুটি কত? ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের প্রকৃতমান 9.81ms-2 .
ভরত্রুটি বলতে বোঝানো হয়-
নীচের কোনটি ব্যতিচারের গুলাবলি নয়-
যখনই কোম বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই কুণ্ডলীতে একটি তড়িৎচালক বলে সৃষ্টি হয় । এর সুত্রের নাম-
আপেক্ষিক তাপের SI একক হচ্ছে
অর্ধপরিবাহী পদার্থে 'হোল' এর ধারনাকে বলা যায়-
A→=i^-4j^+5k^ ও B→=6i^-3j^+2k^ হলে B বরাবর A এর অভিক্ষেপ বা অংশক নির্ণয় কর ।
চৌম্বক ক্ষেত্রে বিভিন্ন পদার্থের আচরনের উপর ভিত্তি করে পদার্থের চুম্বকের কোনটি শ্রেণী বিন্যাস নয়-
একজন লোক 48.0 ms-1 বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে । বলটি কত সময় শুন্যে থাকবে?
একটি কণা 1.5m বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে । এর রৈখিক বেগ কত?
একটি সরু উভোত্তল সেন্সের বক্রতার ব্যাসার্ধ 10 cm এবং 15cm লেন্সের উপাদানের প্রতিসরাংক 1.5 । লেন্সের ফোকাস দুরত্বের মান ।
আপেক্ষিক রোধের একক কোনটি ?
কত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 00C তাপমাত্রার বেগের দ্বিগুণ হবে ?
যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় -
A→=5i^ + 2j^ - 3k^ এবং B→=15i^ + aj^ - 9k^ ভেক্টরদ্বয় পরষ্পর সমান্তরাল হলে a-এর মান কত ?
একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π2 । বিন্দু দুইটির পথপার্থক্য কত ?
30 cm দূরত্ব পর্যন্ত এক ব্যক্তি পরিষ্কারভাবে দেখতে পায়। সে তার থেকে 50 cm দূরত্বে রাখা বই পড়তে চায় । তাকে কত ক্ষমতার লেন্সের চশমা ব্যবহার করতে হবে?
একটি মিসাইল 20 ms-1 প্রারম্ভিক গতিতে সর্বোচ্চ দূরত্বে নিক্ষেপ করা হল। যদি g = 10 ms-2 হয়, তবে মিসাইলটির অতিক্রান্ত দূরত্ব কত ?
একটি কোষের তড়িচ্চালক বল 1.5V এবং অভ্যন্তরীন রোধ 2Ω । কোষটির প্রান্তদ্বয় 10Ω রোধের একটি তার দ্বারা যুক্ত করা হলো। তড়িৎ প্রবাহের মান কত ?