একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাস আয়তন 1X10-2M3 তাপমাত্রা 300K এবং চাপ 2.5X105NM-2 । তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেয়া হল । চাপ কমে হল। ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় কর ।
7.6 x 1014 Hz কম্পাংক বিকিরণ কোন ধাতব পৃষ্ঠ আপতিত হলে সর্বোচ্চ 1.8 x 10-19j শক্তি সম্পন্ন ইলেকট্রন নিঃসৃত হয়। ঐ ধাতু পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসরণের জন্য সর্বনিম্ন কত কম্পাকের বিকিরণ প্রয়োজন হবে ?[প্লাংকের ধ্রুবক = 6.62 x 10-34js]
কোন স্প্রিং এর এক প্রান্তে 40cm ভরের একটি বস্তু সরল ছন্দিত স্পন্দন আন্দোলিত হবার সময় বস্তুটি তার সামাব্যস্থা থেকে সর্বাধিক 12cm দূরে সরে যাচ্ছে এবং বস্তুটির পর্যাকাল 1.5 sec । স্প্রিং ধ্রুবক এবং সাম্যাবস্থা থেকে 6 cm দূরের অবস্থান বস্তুটির দ্রুতি কত ?
একটি ইঞ্জিন স্থির দর্শক অতিক্রমকালে এর হুইসেলের আপাত প্রতীয়মান কম্পাংক 6:5 অনুপাতে পরিবর্তন হয়। যদি বাতাসে শব্দের বেগ 341m/s হয় , তবে ইঞ্জিনের বেগ নির্ণয় কর ।
একটি ক্যামেরাতে দূরের ভুমির দৃশ্য পস্কিারভাবে আসে যখন ক্যামরাটির লেন্স 8cm দুরে। 80cm দুরের একটি ম্যাপ পরিস্কারভাবে ক্যামরাতে পেতে ক্যামেরায় লেন্সর দূরত্ব কি ধরনের পরিবর্তন কতে হবে ?
0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে?
গাছের থেকে 2kg ওজনের একটি নারকেল সোজা নীচের দিকে পড়ছে। বাতাসের বাধা যদি 8.6N হয়, তাহলে নারকেলটির ত্বরণ কত হবে?
72% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200h। মোটরটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে?
কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়?
ভূ-পৃষ্ট থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কোন বস্তুর 10 sec সময় লাগলে, ঐ উচ্চতা থেকে ভূ-পৃষ্ঠে পড়তে বস্তুটির কত সময় লাগাবে?
g এর মান কোথায় শুন্য হবে?
কোনটি ভেক্টর রাশি?
যে কোন গোলীয় দর্পনের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কতগুণ?
স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
কোনটি অন্তরক পদার্থ?
চোখের কোন ত্রুটির জন্য দূরের জিনিস ভালোভাবে দেখা যায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখা যায়?
একটি বস্তু স্থির থেকে 4 ms-2 ত্বরণে যাত্রা শুরু করলে 6 sec পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে?
বায়ুর সংস্পর্শে 20°C তাপমাত্রায় পানির তলটান কত হবে?
তামা-লোহ যুগলের নিরপেক্ষ তাপমাত্রা কত?
একটি তারের কুন্ডলির ক্ষেত্রফল 2.0×10-4 m2 এবং কুন্ডলির মধ্যদিয়ে 0.01 A বিদ্যুৎ প্রবাহিত হলে, কুন্ডলির দ্বিপোল মোমেন্ট কত হবে?