মেঝেতে স্থাপিত 400 N এর একটি কাঠের ব্লকের উপর আনুভূমিকভাবে 160 N বল প্রয়োগ করলে, মেঝে ও কাঠের ব্লকের মধ্যবর্তী ঘৰ্ষণাঙ্ক কত?
যখন বাতাসের বিপরীতে বাধা 78N ও g = 9.8 ms-2 তখন 10 kg ভরের পড়ন্ত বস্তুর ত্বরণ কত ?
20 ওয়াট ক্ষমতা বলতে কী বুঝায়?
60 m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, ভূমি থেকে কত উচ্চতায় এর বিভবশক্তি গতি শক্তির অর্ধেক হবে?
একটি চক্রের ভর 16 kg। চক্রগতির ব্যাসার্ধ 0.5 m এবং প্রতি মিনিটে 300 বার আবর্তিত হচ্ছে। 2 rad s-2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চক্রে কত টর্ক প্রয়োগ করতে হবে?
রাজশাহীর শুল্ক থার্মোমিটারের তাপমাত্রা 35°C এবং আর্দ্র থার্মোমিটারের তাপমাত্রা 30°C। 35°C তাপমাত্রায় গ্রেইসারের উৎপাদক 1.6 হলে, শিশিরাঙ্ক কত?
একক আয়তন তলের কোন আবদ্ধ গ্যাস পাত্রের দেয়ালে যে চাপ দেয়, তা তার গতি শক্তির-
কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা কিসের উপর নির্ভর করে?
পয়েন্টিং ভেক্টরের একক কি?
→E =3i^ + 5j^ +8k^ প্রাবল্য বিশিষ্ট তড়িৎক্ষেত্রে স্থাপিত →S =12j^ ক্ষেত্রের মধ্যদিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত একক হবে ?
চিত্রে প্রদর্শিত বর্তনীর আউটপুট কোনটি হবে?
একটি উভোত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 20 cm ও 40cm এবং ফোকাস দুরত্ব 20 cm। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কত?
হাইড্রোজেন পরমাণুর ১ম ও ২য় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত?
কোন গ্যাস অণুর ব্যাস 3 x -10 m এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 6 × 1029 | স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অণুগুলোর মূল বর্গবেগ 500 ms-1। N.T.P-তে গ্যাসের ঘণত্ব কত?
প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 1.5 × 10 19 টি এবং অণু পারমানবিক ব্যাসার্ধ 2 × 10-8 হলে, গড় মুক্ত পথ কত?
ব্রাউনীয় গতিসূত্রের আবিষ্কারক কে?
40s অর্ধায়ুবিশিষ্ট একটি তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক নিউক্লিয়াসের সংখ্যা 106।
1.8 ev শক্তি ব্যবধান সম্পন্ন একটি অর্ধপরিবাহী দিয়ে একটি p - n ডায়োড তৈরি করা হলে, এটি কি 6000 nm তরঙ্গ দৈর্ঘ্য সনাক্ত করতে পারবে?
তিনটি ভেক্টর →a = (1, 1, 2), →b = (2, 1, 3) ও →c = (3, 4, 1) দ্বারা বেষ্টিত একটি আয়তকার ঘনবস্তুর আয়তন কত?
একটি বিন্দুতে তড়িৎ বিভব V = 5x - 3y + 11z হলে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত একক?
একটি ক্যাপাসিটর কাজ করে-
ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5000 A°, চিড়ের ব্যবধান 0.4 mn, চিড় হতে পর্দার দূরত্ব 1 m হলে, ব্যতিচার ডোরার প্রস্থ কত?
25°C তাপমাত্রায় একটি হাইড্রোজেন তড়িৎদ্বারকে pH = 3.0 বিশিষ্ট দ্রবণে ডুবালে এর বিভব কত V?
AgNO3 দ্রবণে 1.50 mA তড়িৎপ্রবাহ কত সময় (মিনিট) ধরে চালনা করলে -Y ক্যাথাডে 3.02 mA Ag সঞ্চিত হবে?
এর সাথে কোনটি কোনটি অ্যানোড হিসেবে ব্যবহার করা যাবে?
STP তে একটি গ্যাসের ঘনত্ব 2.5 gL-1 । একই তাপমাত্রায় ও 780 mm Hg চাপে গ্যাসটির ঘনত্ব কত?
100 mM জলীয় দ্রবণে কোনটির pH সবচেয়ে বেশি?
একটি গ্যাস মিশ্রণে 28 g N2, 44g CO2 এবং 32g CH4 রয়েছে। মিশ্রণের মোট চাপ 720 mm Hg হলে, N2 এর আংশিক চাপ কত?
AICl3 এর Ksp 27S4 হলে, দ্রব্যতা হল-
কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে না?
যদি দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোন একটির সমান হয়, তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে?
খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে 15 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ছাড়ে। ট্রেন দুটির বেগ 48 কি.মি./ঘন্টা। খুলনাগামী অপর একটি ট্রেন যদি এদেরকে 5 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তবে, খুলনাগামী ট্রেনের বেগ কত কি.মি./ঘণ্টা?
M ভরের বস্তুকে কেটে m ও (M – m) ভরের দুটি বস্তুতে রপান্তরিত করলে Mm এর অনুপাত কী হলে, এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে?