স্প্রিং- এ ঝুলন্ত m ভরের একটি বস্তুর পর্যায়কাল 2 sec হলে 4 m ভরের বস্তুর জন্য পর্যায়কাল কত সেকেন্ড?
f(x-vt)=Constant সমীকরণটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?
সমান দৈর্ঘ্যের তিনটি তার A, B এবং C-তে পীড়নের মান সমান এবং দৈর্ঘ্য বৃদ্ধি lA>lB>lC হলে নিচের কোনটি সঠিক? [যেখানে Y ইয়ং -এর গুণাঙ্ক]
n সংখ্যক গ্যাসের অণুর প্রত্যেকটির দ্রুতি 2 ms-1 । অণুগুলোর r.m.s দ্রুতি কত ms-1 ?
মৌলিক একক হলো-
(i) কি.গ্রা. , মিটার ও সেকেন্ড
(ii) সেকেন্ড ও ভোল্ট
(iii) কেলভিন, ক্যান্ডেলা ও নিউটন
এমন একটি একক ভেক্টর নির্ণয় কর যা xy তলের সমান্তরাল এবং 2i^-2j^+6k^ এর সাথে সমকোণে অবস্থিত?
ধরা যাক, অভিকর্ষজ ত্বরণের মান 10 ms-2। ভূপৃষ্ঠ হতে 5m উপর থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মূহূর্তে তার বেগ কত ms-1?
4 kg ভরের একটি বস্তু খাড়া নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা 6.2N হলে বস্তুটির ত্বরণ কত ms-2 ?
f ফোকাস দুরত্বের দুটি উত্তল লেন্স পরস্পর সংস্পর্শে রাখলে তুল্য ফোকাস দুরত্ব কত?
কাচ মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সর্বনিম্ন?
20kg ভরের কণার বেগ 4i^+5j^+6k^ms-1 হলে এর গতিশক্তি কত জুল?
একটি রেডিও আইসোটোপ-এর অর্ধায়ু 5 দিন হলে, গড় আয়ু কত দিন?
“প্লাজমা” পদার্থের কোন ধরনের অবস্থা?
খুব উচ্চ ফ্রিকোয়েন্সির ধারক কী হিসেবে কাজ করে?
বিটা ক্ষয়- এর সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়?
একটি কর্নো ইঞ্জিন 427∘ তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং 77∘ তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিন প্রতি চক্রে 1 Kcal তাপ গ্রহণ করলে, প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।
P-কেন্দ্র বিশিষ্ট R ব্যাসার্ধের একপাক তার কুন্ডুলীর মধ্যে দিয়ে I-বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যদি কুন্ডুলীর ব্যাসার্ধ অর্ধেক ও প্রবাহমাত্রা দ্বিগুণ করা হয়, তবে কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত গুণ হবে?
50 Hz কম্পাঙ্কের একটি এসি সিগনাল এর শূন্য থেকে শীর্ষ মানে পৌছাতে কত ms সময় লাগবে?
SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার সঠিক ক্রম কোনটি?
প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান 30Ω হলে A ও B প্রান্তের মধ্যে রোধ কত?
প্রোটিনের টারশিয়ারি গঠনে কোন বন্ধন থাকে?
নিচের কোনটি ক্ষারীয় অ্যামাইনো এসিড?
প্রমাণ অবস্থায় 2.2g CO2 গ্যাসের আয়তন কত?
A+B⇌3D সমীকরণ মতে বিক্রিয়াটির Kp ও Kc এর সম্পর্ক কোনটি?
5A বিদ্যুৎ 30 সেকেন্ড সময় ধরে একটি ইলেক্ট্রোডে প্রবাহিত করলে প্রবাহিত বিদ্যুতের চার্জ কত?
হাইড্রোজেন বন্ধনের সঠিক শক্তিক্রম কোনটি?
CaF2 এর দ্রাব্যতা 2.0×10-4 হলে এটির Ksp কত?
প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি?
0.001 M H2SO4 দ্রবণে pOH এর মান কত?
কোনটিতে sp2 হাইব্রিডাইজেশন বিদ্যমান?
একটি বিক্রিয়কের আদি ঘনমাত্রা 0.1 mol/L । 20 সেকেন্ড পরে ঘনমাত্রা 0.05 mol/L হলে ঐ বিক্রিয়ার হার কত mol/L-sec ?
STP তে 159 g Cu2S বাতাসে পোড়ালে কতটি SO2 অণু তৈরি হবে?
পাকা আনারসে কোন এস্টার-এর উপস্থিতি পাওয়া যায়?
গ্রিগনার্ড বিকারক তৈরিতে মিথাইল হ্যালাইড- এর সক্রিয়তার ক্রম কোনটি?
কোন বিক্রিয়ার সাহায্যে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়?
অতিরিক্ত গ্লুকোজ মানবদেহের নিম্নের কোনটিতে পরিণত হয়?
কোনটি ব্যবহার করে 1∘ অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করা যায়?
গ্লুকোজের কোন চারটি কার্বন পরমাণু অপ্রতিসম?
নিচের কোনটি সবচেয়ে অম্লীয়?
∫03dx3x-x2=কত?
কোন বস্তুর A ও B বিন্দুতে যথাক্রমে 5 একক ও 3 একক মানের দুইটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত। যদি বলদ্বয় পরস্পরের অবস্থান বিনিময় করে, তবে লব্ধির ক্রিয়াবিন্দু AB রেখা বরাবর কতদূর সরে যাবে?
একটি সরলরেখা অক্ষদ্বয়ের সাথে 503 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্ব x-অক্ষের সাথে 30∘ কোণ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ কোনটি?
11x2+14y2-4xy-48x-24y+66=0 সমীকরণটি কী নির্দেশ করে?
f:R→R,g:R→R, f(x)=x2, g(x)=x3+1 হলে, এবং fog(4)এবং gof(-3) এর মান কত?
একজন পরীক্ষার্থীকে 12 টি প্রশ্ন থেকে7 টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম 6 টি থেকে ঠিক 4 টি প্রশ্ন বাছাই করতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
limx→0(1+ax)bx+cx=কত?
x এর কোন মানের জন্য f(x)=∫0xt-3t2+7dt ন্যূনতম হবে?
1-ωω2-ωω21ω21-ω=কত?
y=xy হলে, (1-y ln x)dydx=কত?
PCR পদ্ধতিতে দ্বিসূত্রক DNA কে কত তাপমাত্রায়ে একক সূত্র করা হয়?
প্রথম বায়োটেক ড্রাগ কোনটি?
চোখের অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ নিয়ন্ত্রণ করে কোনটি?
রিকম্বিনেন্ট প্রাসমিডকে কোন প্রক্রিয়ায় বাহক E. coil তে প্রবেশ করানো হয়?
রক্তের অ্যালার্জিক এ্যান্টিবডি ধ্বংস করে কোন লিউকোসাইট?
বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ-
শৈবালের অপকারী দিক কোনটি?
পাটে ডিপ্লয়েড (2n) ক্রোমোসোমের সংখ্যা-
হাইড্রার আদর্শ নেমাটোসিস্টের বাল্ব কী দিয়ে পূর্ণ থাকে?
ক্রসিংওভার সম্পর্কে প্রথম ধারণা কে দেন?
জরায়ুর প্রাচীরে নিষিক্ত ডিম্বাণু স্থাপনের কাজে কোন হরমোন ভূমিকা রাখে?
নিচের কোনটিতে সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়?
যে জিন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে কী বলে?
হৃদচক্র সম্পন্ন করতে ভেন্ট্রিকলের সিস্টোল ও ডায়াস্টোলের স্থিতিকাল যথাক্রমে-
রক্তে কীসের মাত্রাকে কিডনি রোগ নির্ণয়ের নির্দেশক বলা হয়?
মানুষের শরীরের কোন হাড়টিতে ‘ডেলটয়েড টিউবারোসিটি’ অঞ্চলটি রয়েছে?
নিচের কোনটি খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়?
জিহ্বা থেকে মস্তিষ্কে স্বাদের অনুভূতি নিয়ে আসে কোন স্নায়ু?
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতি পাওয়া যায়?
জীবদেহের অকেজো কোষসমূহকে ধ্বংস করে কোনটি?
শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কী বলে?
চতুর্থ প্রজন্মের মোবাইল নিচের কোনটি ব্যবহার করে?
“সি” ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে?
চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির মধ্যে আছে?
Global village-এর মেরুদন্ড বলা হয় কোনটিকে?
যদি একটি XNOR গেটের আউটপুট 1 হয়, তবে নিচের কোন ইনপুট সমন্বয়টি সঠিক?
কোনটি নিউমেরিক কোড?
নিম্নের কোন অঞ্চলগুলো বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এর ফুট প্রিন্টের আওতাভুক্ত? (১) বাংলাদেশ, ভারত (২) জাপান, কোরিয়া (৩) শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া (৪) ইউরোপের দেশসমূহ
DNS এর পূণরূপ কী?
হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম?
A=a+364a-2 একটি ব্যতিক্রমী ম্যাটিক্স এবং f(x)=(x+1)2 ও a>0 হলে, f(a) এর মান কত?
∫01x4(1-x)5dx=কত?
y=12x2+1 পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
ভূমির উপর লম্ব খাড়াভাবে দন্ডায়মান একটি খুঁটির সাথে 40m দীর্ঘ একটি শক্ত দড়ির একপ্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্তে একটি লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানছে। খুঁটিটির কত উচ্চতায় দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজ হবে?
f(x)=x+53 এবং f-1(x)=cx+d হলে, c ও d এর মান কত?
বহুতল বিশিষ্ট একটি দালানের ছাদের কিনার থেকে একটি পাথর ছেড়ে দিলে পাথরটি ভূমিতে পড়ার 2 সেকেন্ড পূর্বে দালানের ছাদ থেকে 58.8m নিচে নেমে আসে। দালানের উচ্চতা কত?