যখন বাতাসের বিপরীতে বাধা 78N ও g = 9.8 ms-2 তখন 10 kg ভরের পড়ন্ত বস্তুর ত্বরণ কত ?
বাতাসে 120 C চার্জ থেকে 1 cm দূরে কোন বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্র প্রবলা কেমন হবে?
কোন বস্তুকে উপরে ছুঁড়লে আরোহন এবং অবরোহণের মোট ব্যয়িত সময় কত?
300 m উঁচু হতে একটি বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির অর্ধেক হবে?
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা এবং ব্যাস যথাক্রমে 10m ও 4m। একটি পাম্প 20 মিনিটে কুয়াটিকে পানিশূন্য করতে পারে। পাম্পের অস্বক্ষমতা কত?
1.5 m দূরে অবস্থিত পর্দায় পরস্পর থেকে 0.03 cm দূরত্বে ডোরা তৈরী হলো। কেন্দ্রীয় চরম থেকে 1 cm দূরে চতুর্থ উজ্জ্বল ডোরাটি তৈরী হলে, আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?