একটি গ্যাস মিশ্রণে 28 g N2, 44g CO2 এবং 32g CH4 রয়েছে। মিশ্রণের মোট চাপ 720 mm Hg হলে, N2 এর আংশিক চাপ কত?
যদি দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোন একটির সমান হয়, তবে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে?
খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে 15 মিনিটের ব্যবধানে দুটি ট্রেন ছাড়ে। ট্রেন দুটির বেগ 48 কি.মি./ঘন্টা। খুলনাগামী অপর একটি ট্রেন যদি এদেরকে 5 মিনিটের ব্যবধানে অতিক্রম করে তবে, খুলনাগামী ট্রেনের বেগ কত কি.মি./ঘণ্টা?
M ভরের বস্তুকে কেটে m ও (M – m) ভরের দুটি বস্তুতে রপান্তরিত করলে Mm এর অনুপাত কী হলে, এদের মধ্যে মহাকর্ষ বল সর্বোচ্চ হবে?
50 Ω রোধের ভিতর দিয়ে 2A প্রবাহ 100s চালনা করলে, 0°C তাপমাত্রার কতটুকু পানির তাপমাত্রা 100°C পৌঁছাবে?
নিম্নের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি?