ধান ক্ষেতে মাছ চাষের সুবিধা হলো—
i. জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়
ii. ধানের ক্ষতিকর পোকা মাকড় ধ্বংস হয়
iii. ধান তাড়াতাড়ি পাকে
নিচের কোনটি সঠিক?
ধানক্ষেতে গলদা চিংড়ি চাষ করলে -
i. সারের খরচ তুলনামূলক কম হয়
ii. ক্ষেতে কম আগাছা সৃষ্টি হয়
iii. কীটনাশক ব্যবহার করতে হয়
ধানক্ষেতে গলদা চিংড়ি চাষ করলে —
সেই জমিতে ধান ও গলদা চিংড়ির চাষ সম্ভব যে জমিতে—
i. কমপক্ষে ৪-৬ মাস পানি ধরে রাখা যায়
ii. ধান চাষকালীন সময়ে জমিতে ১২-১৫ সেমি পানি থাকে
iii. বিল বা বড় পুকুরের সাথে সংযোগ আছে
নিজাম মোট কতটি কাতলা মাছের পোনা ছাড়বে?
নিজামের প্রাপ্ত সুবিধা হলো -
i. বাহির থেকে সার দেওয়ার দরকার হয় না
ii. মাছের জন্য সম্পূরক খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না
iii. পানিতে অক্সিজেনের সমস্যা হয় না
মজনু পুকুরে কতটি হাঁস পালন করতে পারবেন?
মজনু পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা ছাড়লেন, কারণ এতে -
i. পুকুরের সকল স্তরের খাবার ব্যবহৃত হয়
ii. পুকুরের জলজ আগাছা নিধন সহজ হয়
iii. হাঁসের বৃদ্ধি ত্বরান্বিত হয়
ধানের জমিতে মামুন মাঝে মাঝে ফাঁকা রাখল কেন?
মামুন নালা ও ডোবা খনন করল কারণ—
i. ক্ষেতের পানি কমে গেলে মাছ আশ্রয় নিতে পারবে
ii. মাছ মারার সুবিধা হবে
iii. আগাছা পরিষ্কারে সুবিধা হবে
গৃহপালিত পশুর আবাসন নির্মাণে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
পশুর আবাসন কোনটির সাথে সম্পর্কযুক্ত?
গোয়াল ঘরের অপর নাম কী?
গরুর আবাসনের জনপ্রিয় পদ্ধতি কোনটি?
গোয়াল ঘরের আকার কীসের ওপর নির্ভর করে?
পশুর সংখ্যা ১০ এর কম হলে কত সারি বিশিষ্ট ঘর তৈরি করতে হবে?
বাছুরকে কখন শাল দুধ খাওয়ানো হয়?
গাভি প্রসবের কতদিন পর পর্যন্ত শাল দুধ দেয়?
গাভি বাচ্চা প্রসবের কত দিনের মধ্যে গরম না হলে তাকে ডাক্তারি পরীক্ষা করতে হবে
দুগ্ধ খামারের মূল্যবান সম্পদ কোনটি?