ভেড়ার জন্য নির্মিত কোন ধরনের ঘর ছাদবিহীন হয়?
ভেড়ার জন্য নির্মিত উন্মুক্ত ঘরে কোনটি ব্যবহার করা হয়?
আধা-উন্মুক্ত ঘর তৈরি করা হয় কোথায়?
কোন এলাকার জন্য আবদ্ধ ঘর বেশি উপযোগী?
আবদ্ধ ঘরের মেঝে কেমন হয়?
প্রসবের ১ মাস পূর্বে একটি ভেড়িকে দৈনিক কত গ্রাম দানাদার খাদ্য দিতে হবে?
একটি বয়স্ক ভেড়ার দৈনিক কত কেজি সবুজ ঘাসের দরকার?
মাংস উৎপাদনকারী ভেড়ার খাদ্য তালিকায় শতকরা কত ভাগ ভুট্টার গুঁড়া থাকে?
মাংস উৎপাদনকারী ভেড়ার খাদ্য তালিকায় শতকরা কত ভাগ গমের ভুসি থাকে?
.একজন প্রসূতি ভেড়ির জন্য শতকরা কত ভাগ ভালো মানের শুকনো লিগিউম ঘাস প্রয়োজন?
একটি বয়স্ক ভেড়াকে দৈনিক দেওয়া হয় –
i. ২.০-২.৫ কেজি সবুজ ঘাস
ii. ২৫০-৩০০ গ্রাম দানাদার খাদ্য
iii. ১৫০-২০০ গ্রাম দানাদার খাদ্য
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে হাঁসের খামার গড়ে উঠেছে –
i. সিলেটে
ii. ঢাকায়
iii. ময়মনসিংহে
উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের সুবিধা হলো -
i. শ্রমিক কম লাগে
ii. খাদ্য খরচ কম লাগে
iii. হাঁস চুরি যাবার ভয় থাকে না
উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের অসুবিধা হলো—
i. অনেক পতিত জমি, জলমহলের প্রয়োজন হয়
ii. সব সময় পর্যবেক্ষণ করা যায় না
iii. বন্য পশু-পাখি হাঁসের ক্ষতি করার আশংকা থাকে
অর্ধ-আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে -
i. হাঁস সাঁতার কাটার সুযোগ পায় না।
ii. খাদ্য গ্রহণ সমভাবে হয়
iii. দৈহিক বৃদ্ধি স্বাভাবিক থাকে
আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে -
i. খাদ্য গ্রহণ সমভাবে হয়
ii. শ্রমিক কম লাগে
iii. জায়গা বেশি লাগে
আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালনের অসুবিধা হলো—
i. ঘর নির্মাণ খরচ বেশি
ii. যন্ত্রপাতি খরচ কম
iii. আলোবাতাসের প্রাচুর্যতা থাকে না
কোন প্রাণীটিকে মেষ বলা হয়?
ভেড়ার রোগ কোনটি?
কোনটি বহিঃপরজীবী?