হাঁসের ঘরের বেড়া জাল দিয়ে বা জালের মতো ফাঁক ফাঁক করে দিতে হয় কেন?
সমন্বিত চাষে পুকুরে এক শতাংশে কতটি হাঁস পালন করা যায়?
৯০ দিন পর্যন্ত প্রতিটি হাঁসের বাচ্চাকে দৈনিক কত গ্রাম খাদ্য দিতে হবে?
পূর্ণ বয়স্ক হাঁসকে দৈনিক কত গ্রাম খাদ্য দিতে হয়?
সমন্বিত হাঁস ও মাছ চাষের ক্ষেত্রে কত সেমি আকারের পোনা ছাড়তে হয়?
সমন্বিত চাষে পুকুরে শতক প্রতি কতটি কার্প জাতীয় মাছের পোনা ছাড়তে হয়?
সমন্বিত চাষে প্রতি শতকে কয়টি রুই মাছ ছাড়তে হবে?
একটি ইন্ডিয়ান রানার হাঁস বছরে কতটি ডিম দেয়?
খাকি ক্যাম্বেল জাতের হাঁস বছরে কয়টি ডিম দেয়?
লেয়ার মুরগি বছরে কতটি ডিম দিয়ে থাকে?
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে কত লক্ষ হেক্টর ধান ক্ষেত মাছ চাষের উপযোগী?
ধান ক্ষেতে মাছ ও গলদা চিংড়ি চাষের ফলে ধানের ফলন গড়ে শতকরা কত ভাগ বৃদ্ধি পায়?
মাছ চাষ উপযোগী ধান ক্ষেতের আইল কত সেমি. উঁচু হতে হবে?
মাছ চাষের জন্য ধান ক্ষেতে কত সেমি গভীর করে নালা করতে হয়?
ধান ক্ষেতে মাছ চাষ করলে ধানের সারি থেকে সারির দূরত্ব কত সেমি হতে হবে?
ধান ও মাছের সমন্বিত চাষে শতক প্রতি কয়টি মাছের পোনা ছাড়তে হবে?
ধান লাগানোর কত দিন পর চিংড়ির পোনা মজুদ করতে হয়?
সমন্বিত মাছ ও হাঁস চাষের ফলে—
i. মাছের জন্য উৎকৃষ্ট জৈব সারের ব্যবস্থা হয়
ii. পুকুরের পানিতে অক্সিজেন সরবরাহ বাড়ে
iii. মাছের আলাদা সম্পূরক খাদ্য দরকার হয়
নিচের কোনটি সঠিক?
হাঁস ও মাছের সমন্বিত চাষের সুবিধা হলো -
i. মাছের জন্য আলাদা খাদ্য দিতে হয় না।
ii. মাছের রোগবালাই কম হয়
iii. হাঁসের ঘর তৈরিতে আলাদা জায়গা লাগে না
হাঁস-মুরগির রোগবালাই দমনে -
i. নিয়মিত টিকা দিতে হবে
ii. ঘর সবসময় শুকনো রাখতে হবে
iii. খাদ্য ও পানির পাত্র পরিষ্কার রাখতে হবে