শিং ও মাগুর মাছের দৈহিক বৈশিষ্ট্য হলো—
i. দেহ লম্বাটে
ii. সামনের দিকে নলাকার
iii. পিছনের দিকে চ্যাপ্টা ও আঁশবিহীন
নিচের কোনটি সঠিক?
মাগুর মাছের দেহের রং—
i. ছোট অবস্থায় বাদামি খয়েরি
ii. বড় অবস্থায় ধূসর বাদামি
iii. ছোট অবস্থায় ধূসর বাদামি
শিং, মাগুর পানি ছাড়াও দীর্ঘক্ষণ বাঁচতে পারে কারণ—
i. এদের অতিরিক্ত শ্বসনতন্ত্র আছে
ii. এরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে
iii. এদের অক্সিজেনের প্রয়োজন নেই
শিং ও মাগুর মাছ চাষের সুবিধা হলো এরা—
i. প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে
ii. বৃষ্টির সময় পাড়ে উঠে যায় না
iii. বাজারে প্রচুর চাহিদা আছে
শিং, মাগুর মাছ চাষে পুকুর প্রস্তুতির সময় একটি গুরুত্বপূর্ণ কাজ হলো—
i. পাড়ের উপর ৩০ সেমি উঁচু নেটের বেড়া দেওয়া
ii. পরিমাণমতো সম্পূরক খাদ্য সরবরাহ করা
iii. পাড়ের উপর বিভিন্ন ধরনের গাছ সরিয়ে ফেলা
পুকুরে পানি পরিবর্তনের ব্যবস্থা থাকলে মজুদ করা যাবে -
i. মাগুরের পোনা ২৫০-৩০০টি
ii. শিং মাছের পোনা ৪০০-৫০০টি
iii. রুই জাতীয় মাছের পোনা ৪৫টি
পুকুরে পোনা মজুদ করা অনুচিত—
1. মেঘলা দিনে
ii. ঠাণ্ডা আবহাওয়ায়
iii. দুপুরের রোদে
এ্যাফানোমাইসিস ইনভাডেন্স -
i. এক ধরনের ভাইরাস
ii. এর আক্রমণে মাংসপেশিতে ক্ষতের সৃষ্টি হয়
iii. এক ধরনের ছত্রাক
মাগুর মাছের ক্ষতরোগের প্রতিকারের জন্য প্রয়োগ করতে হবে শতক প্রতি—
i. ১ কেজি চুন
ii. ১ কেজি লবণ
iii. ১ কেজি পটাশিয়াম পারম্যাঙ্গানেট
ব্যাকটেরিয়া হলো—
i. এ্যারোমোনাডস
ii. মিক্সোব্যাকটার
iii. এ্যাফানোমাইসিস ইনভাডেন্স
গুলশা মাছের -
i. দৈর্ঘ্য ১৫-২৩ সেমি
ii. পিঠের অংশ বাঁকানো
iii. মুখে ৪ জোড়া গোঁফ আছে
মাছের কাঁটায় আছে —
i. ক্যালসিয়াম
ii. ফসফরাস
iii. ভিটামিন এ
ডাক্তার সৌরভকে কোন মাছগুলো খেতে বললেন?
ডাক্তার উক্ত মাছগুলো খেতে বললেন, কারণ এতে -
i. অধিক পরিমাণ লৌহ আছে
ii. এগুলো সহজে হজম হয়
iii. অধিক পরিমাণে চর্বি ও ক্যালসিয়াম আছে
মাছটির নাম কী?
উদ্দীপকের মাছটির দৈহিক বৈশিষ্ট্য—
i. উপরিভাগের রং ধূসর রূপালি
ii. পেটের দিক সাদা
iii. কানকোর পেছনে লাল ফোটা
একই জমিতে একই সময়ে একাধিক ফসল উৎপন্ন করাকে কী বলে ?
হাঁস-মুরগি-মাছের সমন্বিত চাষে পুকুরের আয়তন ন্যূনতম কত শতাংশ হতে হবে?
হাঁস-মুরগি-মাছের সমন্বিত চাষে পুকুরের পানির গভীরতা কত ফুট হতে হবে?
সমন্বিত হাঁস ও মাছ চাষে হাঁসের ঘরটি পাড় থেকে কত মিটার ভিতরে হবে?