বাংলাদেশে কত হাজার হেক্টর জমিতে আনারস চাষ হয়?
উত্তর পূর্বাঞ্চলের প্রধান ফসল কোনটি?
ব্যাপক আনারসের চাষ হয় কোন জেলায়?
বাংলাদেশে আনারসের কয়টি জাত দেখা যায়?
হানিকুইন কোন ফলের জাত?
ঘোড়াশাল কোন ফলের জাত?
আনারসের কত ধরনের চারা হয়?
আনারস গাছের মাথায় সোজাভাবে যে চারাটি উৎপন্ন হয় তাকে কী বলে?
আনারসের মুকুট চারার গোড়া থেকে যে চারা বের হয় তাকে কী বলে?
আনারস গাছের গোড়া বা বোঁটার উপর থেকে যে চারা বের হয় তাকে কী বলে?
আনারসের চারা রোপণের সময় গাছ প্রতি কত গ্রাম করে পচা গোবর দিতে হয়?
আনারস চাষে গাছ প্রতি কত গ্রাম ইউরিয়া প্রয়োজন হয়?
আনারস চাষে প্রতি গাছে কত গ্রাম টিএসপি সার দিতে হয়?
গোলাপের পুরাতন ডাল ছাঁটাই করার কারণ—
i. নতুন ডালে ফুল বেশি আসে
ii. গাছ তাড়াতাড়ি বড় হয়
iii. গাছের গঠন কাঠামো সুন্দর হয়
নিচের কোনটি সঠিক?
রেড স্কেল পোকা গোলাপ গাছের—
i. বাকলের রস চুষে খায়
ii. বাকলে কালো দাগ সৃষ্টি করে
iii. বাকলে হলুদ দাগ সৃষ্টি করে
ম্যালাথিয়ন কীটনাশক ছিটিয়ে দমন করা যায়—
i. রেড স্কেল পোকা
ii. বিটল পোকা
iii. লেদা পোকা
মাকড়ের আক্রমণে বেলি ফুলের পাতা—
i. ঢলে পড়ে
ii. কুঁকড়ে যায়
iii. গোল হয়ে পাকিয়ে যায়
কলাতে আছে—
i. ভিটামিন
ii. স্নেহ
iii. খনিজ
আনারসে রয়েছে—
i. ভিটামিন এ
ii. ভিটামিন বি
iii. ভিটামিন সি
আনারস গাছে বোঁটার নিচে কিন্তু মাটির উপরে কাণ্ড থেকে যে চারা বের হয় তাকে বলে—
i. পার্শ্বচারা
ii. কাণ্ডের কেকড়ি
iii. বোঁটার চারা