পশুর সংখ্যা ১০ এর কম হলে কত সারি বিশিষ্ট ঘর তৈরি করতে হবে?
উল্লিখিত পুকুরে -
i. রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয়
ii. ধানী পোনা ছেড়ে আঙুল পোনা পর্যন্ত বড় করা হয়
iii. পোনা ছেড়ে ১৫-৩০ দিন চাষ করা হয়
নিচের কোনটি সঠিক?
উপর্যুক্ত ছবিটি কোন জাতীয় উদ্ভিদের?
উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য—
i. শিকড় পানির নিচে মাটিতে থাকে
ii. পাতা ও কাণ্ডের উপরের অংশ ভেসে থাকে
iii. শুধু পাতা পানির উপর দাঁড়িয়ে থাকে
আব্দুর রহমানের পুকুরের প্রাণীগুলো কোন সম্প্রদায়ভুক্ত?
আব্দুর রহমানের পুকুরে মাছ ছাড়াও অন্য যে প্রাণীদের কথা উল্লেখ আছে তাদের বৈশিষ্ট্য—
i. এরা খাদ্য খুঁজে খায়
ii. সমস্ত পানিতে চরে বেড়ায়
iii. এরা মুক্তভাবে সাঁতার কাটতে পারে