খনিজ পদার্থের অভাবে পশুর -
i. রিকেটস হয়
ii. দুধজ্বর হয়
iii. ওলান প্রদাহ হয়
নিচের কোনটি সঠিক?
পেটফাঁপা রোগের আক্রমণে -
i. পশুর পেট ফুলে যায়
ii. মুখ দিয়ে রক্ত বের হয়
iii. জাবর কাটা বন্ধ হয়ে যায়
তড়কা রোগের বৈশিষ্ট্য-
i. পশু খিচুনি দিয়ে মারা যায়
ii. শরীরের তাপমাত্রা ১০৪-১০৬° সে.
iii. ব্যাকটেরিয়া দ্বারা রোগ সৃষ্টি হয়।
মহিষের গোয়ালঘর কত ধরনের হয়ে থাকে?
মহেশ তার এক-সারি বিশিষ্ট বদ্ধ গোেয়ল ঘরে ৩টি মহিষের জন্য কত সেমি জায়গা রাখবেন?
কোন জাতের পশুকে ব্যাক ক্রসিং করানো হয়?
কত শতাংশ পশুর ক্ষেত্রে কৃত্রিম প্রজনন করা হয়?
কৃত্রিম প্রজননের দক্ষতা প্রাকৃতিক প্রজননের তুলনায় কতগুণে বেশি?
পশু সম্পদের স্বল্পতার কারণে-
i. পরিবহনে ব্যবহার করা যাচ্ছে না
ii. পরিকল্পনা করা যাচ্ছে না
iii. কৃষিকাজে সমস্যা হচ্ছে
গাভির অকাল গর্ভপাত হয় কোন রোগের কারণে?
পশু গর্ভবতী হওয়ার লক্ষণ কয়ভাগে পরিলক্ষিত হয়?
কতমাস পর গর্ভবতী গাভির বাচ্চার নড়াচড়া বোঝা যায়?
গর্ভকালের কতমাস বয়স পর্যন্ত গাভির খাদ্য পরিচর্যা, দুধদোহন স্বাভাবিকভাবে করতে হয়?
কখন গাভিকে শুকনো খাদ্য কমিয়ে কাঁচা ঘাস ও নরম খাদ্য দিতে হবে?
একটি গর্ভবতী গাভিকে দৈনিক কত কেজি কাঁচা ঘাস প্রদান করা উচিত?
নিচের কোন রোগটি গর্ভবতী গাভির বেশি হয়ে থাকে?
প্রসবের কত ঘন্টার মধ্যে গর্ভফুল না পড়লে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত?
গাভির বাচ্চা প্রসবের পর কতভাগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করে পরিষ্কার করা উচিত?
একটি দুগ্ধ উৎপাদন খামারে অন্তত কতদিনের খাদ্য মজুদ রাখতে হয়?
দুগ্ধ খামারের আবর্তক ব্যয় কোনটি?