দোহনের সময়-
i. দুই জন ব্যক্তি থাকতে হবে
ii. রোগজীবাণু পরিষ্কার করতে হবে
iii. গরম পানি দিয়ে ওলান ধুতে হবে
নিচের কোনটি সঠিক?
গাভির অকাল গর্ভপাত ঘটে -
i. দুধজ্বরে
ii. ওলান প্রদাহে
iii. জরায়ুর প্রদাহে
গাভির গর্ভসঞ্চারণের বাহ্যিক লক্ষণ হলো-
i. পেটের ডানপার্শ্বে ফুলে উঠে
ii. ওলান বড় হতে থাকে
iii. যোনিমুখ শক্ত হয়ে যায়
গর্ভবতী গাভির কিটোসিস রোগ হলে-
i. বাঁট দিয়ে আঠালো পদার্থ বের হয়
ii. কোষ্ঠকাঠিন্য দেখা দেয়
iii. গাভি দাঁড়িয়ে চারদিকে ঘুরতে থাকে
গাভি বাছুর প্রসবের পরপর -
i. বাছুরকে গোসল করাতে হবে
ii. বাছুরের মুখে 'ফু' দিতে হবে
iii. গাভিকে বাছুর চাটতে দিতে হবে
দুধজ্বর হলে -
i. প্রচুর ঘাস দিতে হবে
ii. খনিজ মিশ্রণ খাওয়াতে হবে
iii. ক্যালসিয়াম বন্ধ করতে হবে
গাভিকে দুধ দোহনের পূর্বে-
i. ওলান পরিষ্কার করতে হবে
ii. বাঁট পরিষ্কার করতে হবে
iii. দেহের পিছনের অংশ পরিষ্কার করতে হবে
ওলান প্রদাহের জন্য দায়ী জীবাণু হলো-
i. Escherichia coli
ii. Corynebacterium bovis
iii. Clostridium
গাভির ওলান প্রদাহ হলে-
i. ওলান চুপসে যায়
ii. দেহের তাপমাত্রা বেড়ে যায়
iii. দুধ ছানার মতো হয়ে যায়