জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়?
আমাদের দেশের কৃষকদের প্রধান হাতিয়ার কোনটি?
বর্তমানে কৃষিখাতে প্রাণিসম্পদের অবদান কত?
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২২ অনুযায়ী প্রাণিসম্পদ উপখাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ?
আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদ প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে?
বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কোনটি?
চাষাবাদে কত ভাগ পশু শক্তির ব্যবহার করা হয়?
গ্রামীণ পরিবহনে প্রাণিসম্পদের ব্যবহার কতভাগ?
প্রাণিসম্পদ অধিদপ্তর অনুযায়ী, দৈনিক জনপ্রতি দুধের চাহিদা কত মিলি?
পশুর শরীরের কোন অংশ ব্যবহার করে মোমবাতি তৈরি করা হয়?
পশু সম্পদ ভূমিকা রাখে-
i. পুষ্টির চাহিদা পূরণে
ii. বৈদেশিক মুদ্রা অর্জনে
iii. দারিদ্র্য দূরীকরণে
নিচের কোনটি সঠিক?
বর্তমান অর্থবছরে প্রাণিসম্পদের
i. জিডিপিতে অবদান ১৬.৫২%
ii. জিডিপিতে প্রবৃদ্ধির হার ১.৮%
iii. জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ৩.১০%
পশুর উপজাত দ্রব্য (শিং, ক্ষুর ও হাড়) ব্যবহার হয় -
i. পাখির খাদ্য হিসেবে
ii. জমিতে সার হিসেবে
iii. জ্বালানি হিসেবে
উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে গরুকে কতভাগে ভাগ করা হয়েছে?
অধিক মাংস উৎপাদনের জন্য কোন জাতটি উপযুক্ত?
হলস্টেইন ফ্রিজিয়ান গরুর দুধে কত শতাংশ চর্বি থাকে?
দেহের গঠন চৌকাকার, পা খাটো ও শিং ছোট। এটি কোন জাতের গরুর বৈশিষ্ট্য?
একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু দৈনিক কত লিটার দুধ দিতে পারে?
জন্ম থেকে তিন মাস বয়স্ক গরুর বাছুরের মাংসকে কী বলা হয়?
পূর্ণবয়স্ক খাসির মাংসকে কী বলা হয়?