১টি দেশি দুগ্ধবতী গাভির জন্য দৈনিক কত কেজি দানাদার খাদ্য প্রদান করতে হয়?
গবাদিপশুর দানাদার খাদ্যে কতভাগ প্রোটিন থাকতে হবে?
গরুর ১০০ কেজি দৈহিক ওজনের জন্য রাফেজ প্রয়োজন হয়-
আমাদের দেশের জন্য গবাদি পশুর উপযোগী বাসস্থান
i. খোলা ঘর পদ্ধতি
ii. বাঁধা ঘর পদ্ধতি
iii. চারণ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
কাঁচা ঘাস হতে তৈরি করা যায় -
i. সাইলেজ
ii. হে
iii. দানাদার খাদ্য
ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়ালে –
i. গরুর ওজন বৃদ্ধি পায়
ii. কর্মক্ষমতা ও প্রজননক্ষমতা বৃদ্ধি পায়
iii. খড় জাতীয় খাদ্যের পাচ্যতা ও গ্রহণ ক্ষমতা কমে
কোনটি শুঁটিজাতীয় ঘাস?
কোন ঋতুতে শিম গোত্রীয় ঘাসের উৎপাদন বেশি হয়?
রহিমার সংরক্ষণ করা চালে ছত্রাক জন্মানোয় সেগুলো নষ্ট হয়ে গেছে। আবহাওয়ার কোন উপাদানের প্রভাবে এটি ঘটেছে?
তৈরিকৃত হে তে কত ভাগ শুষ্ক পদার্থ রাখা দরকার?
বায়ুনিরোধক স্থানে সংরক্ষিত ঘাসকে কী বলা হয়?
সাইলেজ তৈরিতে ঘাসকে রসালো অবস্থায় সংরক্ষণে কোনটি সহায়তা করে?
গ্রীষ্মকালীন স্থায়ী ঘাস হলো-
i.নেপিয়ার
ii. পারা
iii. ঝারশিম
নিচের কোনটি সংকর জাতের গরু?
দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কী?
মুররা মহিষের উৎপত্তিস্থল কোথায়?
গরুর তড়কা রোগের কারণ কী?
রেড চিটাগাং কীসের জাত?
সংকর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কী?
বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ কী?