পলিব্যাগে চারা তৈরির কাজের ধাপ কয়টি?
পলিব্যাগে চারা উৎপাদনের জন্য কোন মাটি উপযোগী?
পলিব্যাগে গোবর ও মাটির অনুপাত কত?
পলিব্যাগে চারা তৈরির জন্য দুই সারিতে কতটি ছিদ্র থাকতে হয়?
নার্সারিতে ছোট চারা গাছে কী ব্যবহার করে পানি দেওয়া উত্তম?
মাটি ভর্তি পলিব্যাগে বীজের জন্য কতটি গর্ত করা উচিত?
পলিব্যাগে চারা তৈরির ক্ষেত্রে চারা কত সেমি হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে?
নার্সারি পলিব্যাগের ছিদ্র রাখার সুবিধা কী?
পলিব্যাগে চারা তৈরি করতে চাইলে দরকার হবে –
i. বীজ, দোআঁশ মাটি
ii. গোবর, কম্পোস্ট
iii. বালতি, মগ
নিচের কোনটি সঠিক?
পলিব্যাগে মাটি ভরার পর প্রতিটি গর্তে কতটি করে বীজ দিতে হয়?
মহেশ মিয়ার তৈরিকৃত বেডটিতে সর্বোচ্চ কতটি পলিব্যাগ চারা তৈরি করা যাবে?
সংগৃহীত ব্যাগে চারা তৈরির ধাপগুলো হলো—
i. পলিব্যাগের তলাসহ দুই সারিতে ছিদ্র করা
ii. মাটি ভেঙে গুঁড়ো করে নেওয়া
iii. প্রতিটি গর্তে একটি করে বীজ দেওয়া
কৃষি বনায়ন কী ধরনের ব্যবস্থাপনা পদ্ধতি?
ভূমির বহুমুখী ব্যবহার সম্ভব কোন ধরনের বনায়নে?
কৃষি বনায়ন—
i. জ্বালানি সমস্যা মেটায়
ii. বৃষ্টিপাত বাড়ায়
iii. খাদ্যের চাহিদা মেটায়
কৃষি বনায়ন করা যায়—
i. রাস্তা ও বাঁধের ধারে
ii. বাড়ির ছাদে
iii. প্রতিষ্ঠানের চারপাশে
কৃষি বনায়নের উদ্দেশ্য—
i. ভালো ফসল ফলানো
ii. জমির নির্দিষ্ট ব্যবহার
iii. একই জমিতে বৃক্ষ, ফসল, পশু খাদ্য, মৎস্য খাদ্য উৎপাদন