পলিব্যাগে চারা তৈরির ক্ষেত্রে চারা কত সেমি হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে?
বীজতলার চারা হলদে দেখালে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া ছিটাতে হয়?
উপর্যুক্ত কর্মকাণ্ডে কী সুবিধা পাওয়া যেতে পারে?
i. উৎপাদন খরচ কম হবে
ii. গরু ছাগলের আক্রমণ কম হবে
iii. আগাছার উপদ্রব কম হবে
নিচের কোনটি সঠিক?
বীজতলার রক্ষণাবেক্ষণমূলক কাজ হলো -
i. মাটি সমান রাখা
ii. কাঁচা গোবর প্রয়োগ
iii. আগাছা পরিষ্কার রাখা
বীজতলা যাতে বেশি শুকিয়ে না যায় সে জন্য-
i. চারাগাছের গোড়া খড়কুটা দিয়ে ঢেকে দিতে হবে
ii. আগাছা পরিষ্কার রাখতে হবে
iii. অয়া প্রদানের ব্যবস্থা করতে হবে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো বিরূপ আবহাওয়া বাংলাদেশের কোন অঞ্চলে আঘাত হানে?