সংগৃহীত ব্যাগে চারা তৈরির ধাপগুলো হলো—
i. পলিব্যাগের তলাসহ দুই সারিতে ছিদ্র করা
ii. মাটি ভেঙে গুঁড়ো করে নেওয়া
iii. প্রতিটি গর্তে একটি করে বীজ দেওয়া
নিচের কোনটি সঠিক?
অনাবৃষ্টির সময় ফসল রক্ষার জন্য প্রয়োজন -
i. জাবড়া দেওয়া
ii. রাসায়নিক সার দেওয়া
iii. নিড়ানি দেওয়া
সালমা বেগমের বাগানে কী সমস্যা হয়েছিল?
বীজতলার চারা হলদে দেখালে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া ছিটাতে হয়?
বীজতলার রক্ষণাবেক্ষণমূলক কাজ হলো -
i. মাটি সমান রাখা
ii. কাঁচা গোবর প্রয়োগ
iii. আগাছা পরিষ্কার রাখা
উপর্যুক্ত কর্মকাণ্ডে কী সুবিধা পাওয়া যেতে পারে?
i. উৎপাদন খরচ কম হবে
ii. গরু ছাগলের আক্রমণ কম হবে
iii. আগাছার উপদ্রব কম হবে